উড়তে চাওয়ার বাসনা থেকেই যাবে অধরা
এ শহরের বুকে যে উড়ার মত জায়গা বাকি নেই
যেটুকু ছিল সেটিও আজ ইট পাথরে গড়া।
আসলে ভাইয়া মানুষ অভ্যাসের দাস একটি বিষয় নিয়ে যত চর্চা করা যাবে ততই সেই বিষয়ের উপর দক্ষতা অর্জন করা সম্ভব।।
অনেকদিন পর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করলেন জানতে পেরে ভালো লাগলো আসলে কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একটি মাধ্যম।।
খুবই ভালো লিখেছেন বিশেষ করে উপরের লাইনগুলো অসাধারণ ছিল।।।
অনেকদিন পর বলতে খুব বেশিদিন কিন্তু না। এই ধরেন সপ্তাহখানেক বাদে লিখছি 😁।