বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন [10% beneficiary for @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

received_671778124256597.jpeg

received_1553760948336348.jpegreceived_635872687624749.jpegreceived_461775298992148.jpeg

ছোটবেলা থেকে তেমন একটা জন্মদিন উদযাপন করা না হলেও এখন প্রায় প্রতি বছরই জন্মদিন পালন করা হয়। সচরাচর আমি বন্ধু-বান্ধবদের সঙ্গে জন্মদিনের উৎসব পালন করে থাকি। এবারের জন্মদিন উদযাপন বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পন্ন করেছি। অবশ্য আমার জন্মদিনে খুব একটা বেশি সংখ্যক বন্ধু ছিল না। তিনজন বন্ধু এবং সাথে একজন ছোট ভাই ছিল। আচ্ছা একটা কথা তো বলাই হয়নি। ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে আমার জন্মদিন ছিল। তাহলে চলুন আমার জন্মদিন উদযাপনের সুন্দর মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক।

received_526701795469173.jpegreceived_692755768391140.jpeg
received_500655614751911.jpegreceived_431525485420294.jpeg

IMG_20220217_195746.jpg

১৭তারিখ সকাল থেকে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটে যায়। যদিও আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম এবারের জন্মদিনটা পালন করবো। তবে ঐদিন কাজ থাকায় সারাদিন ব্যস্ত ছিলাম। কাজগুলো শেষ করতে করতে বিকাল হয়ে যায়। কাজ শেষ হওয়ার পর দ্রুত আমাদের গ্রামের বাসা থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। রওনা দেওয়ার সময় বন্ধুদের ফোন দিয়ে বলে রেখেছিলাম, যাতে তারা খুব দ্রুত গোবিন্দগঞ্জ চলে আসে। পরবর্তীতে সেখানে পৌঁছে আমরা চলে গেলাম গোবিন্দগঞ্জের বৈঠক খানা রেস্টুরেন্ট এ। সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানকার কাচ্চি খাওয়ার জন্য। সেখানকার কাছে শেষ হয়ে যাওয়ার জন্য পরবর্তীতে সেই রেস্টুরেন্টে না বসে,ফ্রেন্ডস কিচেনে চলে গেলাম। জন্মদিনের কেক কাটার কোনো পরিকল্পনা ছিল না। রেস্টুরেন্টের শুধুমাত্র খাওয়া-দাওয়া করানোর মাধ্যমে জন্মদিন উদযাপন করতে চেয়েছিলাম। তবে আমার বন্ধুরা পরবর্তীতে কেক নিয়ে আসায় কেক কেটে উদযাপন করেছিলাম।বন্ধুরা আসার পর অনেক মজা করলাম। আমার জন্মদিন উপলক্ষে তারা আমার বিভিন্ন হাস্যকর কথাগুলো বলে বেশ মজা নিল। পরবর্তীতে কাটলাম। কাটা শেষ হওয়ার পর সেট মেনু অর্ডার করে খাওয়া দাওয়া করলাম।সর্বশেষ চা খাওয়ার জন্য আবার অন্য একটি রেস্টুরেন্ট এ গেলাম।

received_323250566439082.jpegreceived_5511220995571877.jpeg

সকল কর্মসূচি শেষ করে যে যার মত বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমিও আমাদের সাপ্তাহিক হ্যাঙ্গআউট শুনতে শুনতে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সব মিলে দিনটি খুব সুন্দর ভাবেই কেটে গেল। আজ আপাতত এটুকুই। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে ভিন্ন কোনো কনটেন্ট নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

@mahamuddipu

Photography@mahamuddipu
DeviceVivo Y19
LocationLink

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

received_2603299033249755.jpeg

আমি মাহমুদ দিপু। আমি বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থান করছি।আমি পেশায় একজন ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া আমার সখ। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি।
Sort:  
 3 years ago (edited)

বন্ধু এই শব্দটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত মূল্যবান একটি শব্দ। বন্ধু হোক সেটা ছাত্রজীবনের সহপাঠী, নিজের স্ত্রী কিংবা বাবা-মা। যে জীবনের প্রত্যেকটি সময় কাছে থাকবে সুন্দর পরামর্শ দেবে এবং এগিয়ে চলার পথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দেখে মনে হচ্ছে আপনি আপনার বন্ধুদের সঙ্গে খুব আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুখ-দুঃখের ভাগীদার বন্ধুরা, যার কারণে বন্ধুদের সাথে আসলে সবকিছু ভাগাভাগি করা যায়। যদি তারা প্রকৃত বন্ধু হয়ে থাকে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার জন্মদিন উদযাপন করেছেন বন্ধুদের সাথে। শুভ জন্মদিন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি সব সময়।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 3 years ago 

যদিও আপনার জন্মদিন টি চলে গিয়েছে তারপরও আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনার পরবর্তী দিনগুলো খুব ভালো ভাবে কাটবে 🥰 বন্ধুরা মিলে খুব সুন্দর ভাবে দিনটি উদযাপন করেছেন। আপনার পোষ্টটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল 🤗🤗

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে তোর বার্থডে টা হঠাৎ করে পালন করা হয়েছে। তবে যতটুকু সময় পেয়েছি খুব সুন্দর করে কাটিয়েছি। দোয়া করি তোর জন্য সামনের দিকে এগিয়ে যা। তোর এই জন্মদিবসে তোকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। দোয়া রইলো তোর জন্য।

 3 years ago 

আপনার জন্যও শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই বন্ধু মানেই অনেক মজা মাস্তি।আসলে বন্ধুদের সাথে কাটানো সময়গুলো যে কখন কেটে যায় তা টেরই পাওয়া যায় না।আসলে একটা সময় এই দিন গুলো অনেক মনে পরবে,হাজারো ব্যস্ততার মাঝে। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা রইল। কি অদ্ভুত ব্যাপার, এতো কাছে থেকেও অনেক দূরে দূরে লাগে ।

 3 years ago 

জী ভাই সত্যিই বলেছেন। আমার কাছেও বিষয়টি অদ্ভুত লাগে।

 3 years ago 
ভাইয়া প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। দারুণভাবে আপনারা বন্ধুরা মিলে আপনার জন্মদিনের মুহূর্তটি উদযাপন করেছেন তা জেনে খুবই আনন্দিত হলাম। আপনার প্রতিটি মুহূর্ত জীবনে বয়ে আনুক এই কামনা করি। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য প্রিয় ভাই।
 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

শুভ জন্মদিন ভাই।ধন্যবাদ আপনাকে আপনার জন্মদিনের সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য। আপনার জন্মদিনের সুন্দর মুহূর্তে আমি উপস্থিত থাকতে পারিনি। যদি আপনি আমাকে দাওয়াত করেছিলেন। শুভকামনা থাকবে সবসময়।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা রইল।