বুক চিন চিন করছে হায়, মন তোমায় কাছে চায়

"আজ বুধবার - ৮ই আষাঢ় - ১৪২৯ বঙ্গাব্দ, ২২,জুন - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি একটি বাংলা ছবির গান গেয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি যে গানটি উপস্থাপন করছি, গানটির নাম: বুক চিন চিন করছে হায়। গানটি গেয়েছিলেন সুনামধন্য শিল্পী: এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। লেখক: কোবীর বকুল। মিউজিক: আলী আকরাম শুভ। ছায়াছবি: বাস্তব। এই গানটি আমাদের প্রিয় বড় দাদার @rme পছন্দের গানের মধ্যে একটি। আর প্রায় প্রতিটি হ্যাংআউটে আমাদের প্রিয় এডমিন @shuvo35 ভাইয়ার কন্ঠে গানটি শুনে শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আজকে আমি গানটি নিজে কভার করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু করতে পেরেছি। তো বন্ধুরা আপনারা গানটি অবশ্যই শুনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাহলে চলুন দেরি না করে গানটি শুনে আসা যাক।

গানের কিছু তথ্য

গান: বুক চিন চিন করছে হায়

গায়ক: এন্ড্রু কিশোর এবং ডলি সায়ন্তনী

লেখক: কোবীর বকুল

মিউজিক: আলী আকরাম শুভ

ছায়াছবি: বাস্তব

লেবেল: অনুপম

গানের কথা

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে x2
আগুনে যাব পুড়ে,
রয়েছ কেন দূরে, x2
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়..
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,x2
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

" সবাইকে ধন্যবাদ "

Sort:  
 3 years ago 

প্রতিটি হ্যাংআউটে আমাদের প্রিয় এডমিন @shuvo35 ভাইয়ার কন্ঠে গানটি শুনে শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে।

এই কথাটি আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। প্রতিটি হ্যাংআউটে আমাদের সকলের প্রিয় ও ভালোবাসার শুভ ভাইয়ার কন্ঠে এই গানটি শুনতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমাদের বিনোদন দেওয়ার জন্য শুভ ভাইয়া এই গানটি গান। আমার কাছে অনেক ভালো লাগে। শুভ ভাইয়ার গলায় এই গানটি শুনতে যেমন ভালো লেগেছে তেমনি আজকে আপনার গলায় এই গানটি শুনেও অনেক ভালো লাগলো।সত্যি ভাইয়া আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনার মিষ্টি গলায় এই গানটি গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমাদের প্রিয় শুভ ভাইয়ের কন্ঠে গানটি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তাই আমিও গাওয়ার চেষ্টা করেছি। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

যাক ভালো লাগলো ভাই আপনার কণ্ঠে এই গান শুনে। ইদানিং ভালো গান কভার করছেন আপনি। আপনার খালি গলায় গানটি শুনতে বেশ ভালোই লাগতেছিলো। সেই সাথেই খুব সুন্দর করেউপস্থাপনা করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য ❤।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে বলে। পরবর্তী সময়েও খুব সুন্দর মন্তব্য করে আমাকে আরও উৎসাহিত করবেন এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন।

 3 years ago 

ভাই ভাল লাগছে আপনার গান। রিস্টিম করে নিজের ওয়ালে রেখে দিলাম। অনেক ভাল গান করেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ভালবাসা নিবেন।

 3 years ago 

ভাই আমার সৌভাগ্য যে আমার গানটি আপনি রিস্টিম করে নিজের ওয়ালে রেখে দিয়েছেন। আপনার কাছ থেকে প্রাপ্তির চেয়েও বেশি কিছু পেয়ে গেলাম। ধন্যবাদ

 3 years ago 

এই গানটি আসলেই অনেক ভালো লাগে। আর আমাদের দাদারও এই গানটি অনেক পছন্দের।তোমার কন্ঠে এই গানটি শুনতে দারুন লাগলো।
গানটি কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দাদার পছন্দ বলেই গানটি গাওয়ার চেষ্টা করেছি মাত্র। তোমার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার আপনার গানের গলা। আগেও আপনার গান অনেকবার শুনেছি। মুগ্ধ হলাম আরেকবার। এটা যে দাদার প্রিয় গান তা আগেই জানতাম। এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া। খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে। আসলে এরকম পোস্ট দেখলে ভালো লাগে। আপনার এর আগেও অনেক গান শুনেছি। আজকেও বরাবরের মতো ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার গাওয়া গানটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে আমি আরো নিত্যনতুন গান গাওয়ার জন্য অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ

দারুণ গেয়েছেন গানটি এন্ড্রু কিশোর আমার প্রিয় শিল্পী তাঁর এই চমৎকার গানটি আপনি এত সুন্দর ভাবে গাইতে পারবেন ভাবতেই পারিনি। বরাবরের মতোই এই গানটিও আপনি খুব সুন্দর গেয়েছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

ভাই অনেক সুন্দর মন্তব্য করেছেন যা পড়ে আমি খুবই খুশি হয়েছি। আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো নতুন নতুন গান গাওয়ার জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ

 3 years ago 

আমার বাংলা ব্লগে যতগুলো গান আমি শুনেছি, আমি মনে করি সবচেয়ে বেস্ট হয়েছে আপনার এই কন্ঠ। মিউজিকের তালে তালে সুন্দরভাবে আপনি বলেছেন। আচ্ছা ভাই আমিও গান পছন্দ করি এবং নিজেও বলি কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। তবে যদি একটু পরামর্শ দিতেন কিভাবে মিউজিক সেট করতে হয়,তাহলে খুশি হতাম।

 3 years ago 

ভাই কারাওকে মিউজিকের সাথে তাল মিলিয়ে আমি গান করি। তবে হ্যাঁ এজন্য আমার দুটো মোবাইলের প্রয়োজন হয়। সমস্যা হলে ডিএম করিয়েন। পরবর্তী সময়ে আপনার গান শোনার জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

সুন্দর একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই গান এখন অনেক বেশি ভাইরাল ইউটিউবে মধ্যে এখন হাইস্ট র‍্যাংকিং। আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আবারো ধন্যবাদ।

 3 years ago 

প্রায় প্রতিটি হ্যাংআউটে শুভ ভাইয়ের কন্ঠে এই গানটি শুনতে পায় আজকে আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো। এন্ড্রোকিশোরের এবং ডলি সান্তনার গাওয়া এই গানটি আপনি খুবই চমৎকার ভাবে কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি চাইব পরবর্তীতেও আপনি আমাদের মাঝে চমৎকার চমৎকার গান কভার করে শেয়ার করবেন।

 3 years ago 

ভাই অনেক সুন্দর মন্তব্য করেছেন আমার পোস্টে এসে। আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো নতুন নতুন গান গাওয়ার জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ