You are viewing a single comment's thread from:

RE: কিছু ক্ষয়ে যাওয়া অনুভূতি || কিছু আবেগ || কিছু ভালোবাসা

ভাই, আপনার কিছু খয়ে যাওয়া অনুভূতি পড়তে পড়তে নিজের সঙ্গে যেন গুলিয়ে ফেলছি। কেননা আপনার অনুভূতিগুলো আর আমার অনুভূতিগুলো ঠিক বরাবর মিলে যাচ্ছে। কেননা আমিও যেদিন প্রথম হ্যাংআউটে যুক্ত হয়েছিলাম, তখন দেখেছিলাম অনেকেই খুব সুন্দরভাবে হ্যাংআউটে পারফ্রম করেছিল। তখন আমার পরিবারের লোকজন আমাকে বলতে লাগলো সবাই এত সুন্দরভাবে গান, কবিতা বলছে, তাহলে তুমি কেন গান গাও না। ওই যে মনের মধ্যে একটা ভয় ছিল, হয়তোবা আমার গান কেউ পছন্দ করবে না। তবে যখন প্রথম হ্যাংআউটে ভয়ে ভয়ে গান করেছিলাম, তখন শুভ ভাই মাইন্ডব্লোইং কথাটা বলে আমাকে খুবই উৎসাহ দিয়েছিল। সেই থেকে আজ অবধি হ্যাংআউটের বিনোদনে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করে এসেছি। আর ইচ্ছে আছে যতদিন আমার বাংলা ব্লগ পরিবার থাকবে, ততদিন পর্যন্ত এই পরিবারের সাথে যুক্ত থাকব।