গ্রাম বাংলার আঞ্চলিক খেলা : ফুল টোকা

ফুল টোকা

Photo0051.jpg
source

বাড়ির আঙিনাতে কিংবা স্কুলের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা ফুল টোকা খেলে থাকে। তবে শিশু বয়স থেকে কৈশোর পর্যন্ত এই খেলায় অংশ নেয় গ্রামের মেয়েরা। এই খেলায় কোন উপকরণ লাগে না।

খেলার নিয়ম:

দলপতি সহ দুই দলে ভাগ হয়ে কিছুটা দুরত্বে মুখােমুখি বসে এই খেলা শুরু করতে হয় । দুই দল নিজেদের খেলােয়াড়দের নাম ফুল অথবা যনের নামে রেখে থাকে। দলপতি অপর পক্ষের যে কোনাে খেলােয়াড়ের চোখ দুইহাতে চেপে ধরে সাংকেতিক নামে তার যে কোনাে একজন খেলােয়কে ডাকে।সে খেলোয়াড় এসে চোখ ধরে রাখা খেলােয়ারটির কপালে আলতাে করে টাকা দিয়ে জায়গায় গিয়ে বসে*

02-701x437.jpg
source

চোখ খােলার পর খেলােয়াড়কে যে টোকা দিয়েছে তাকে সনাক্ত করতে হয় । সফল হলে সে সামনের দিকে লাফ দেবার সুযােগ পায় । এইভাবে যে দলের খেলােয়াড় লাফ দিয়ে প্রথমে সীমানা অতিক্রম করে সেই দলই জয়ী হয় ।

এই খেলা গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েরা বেশির ভাগ সময় কাটায় মোবাইলে গেম খেলে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাধুলা গুলো ধরে রাখা দরকার।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66625.38
ETH 3619.34
USDT 1.00
SBD 2.89