পেইন্টিং- রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং ||original ART by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ18 days ago

আসসালামু আলাইকুম

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। প্রিয় মানুষ গুলো ভালো থাকলেই কিন্তু নিজেকেও মনে হয় ভালো আছি। চলে গেল ঈদ আর মাহে রমজান। চারদিকে চলছে উৎসব আর উল্লাস। ঈদের উল্লাস আর নববর্ষের উল্লাসে মানুষ হচ্ছে মাতোয়ারা। চারদিকে বয়ে যাচেছ আনন্দের বন্যা। এই আনন্দের সামিল হতে যেন কেউ পিছিয়ে নেই। পিছিয়ে নেই আমাদের প্রিয় কমিউনিটিও।

বন্ধরা আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পেইন্টিং নিয়ে। সময় আর ব্যাস্ততার কারনে আপনাদের মাঝে তেমন কোন ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করতে পারি না। তাই বলে কি আমার ইচেছ নেই? না ওগো খুব ইচেছ করে কিছু নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে।আর তাই তো আজ আবার চলে আসলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। কেমন হলো জানাবেন কিন্তু।

image.png

image.png

image.png

রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে
বসূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

★সাদা কাগজ
★রং পেন্সিল
★মাইক্রো কসটেপ
★রংতুলি
★ পেন্সিল
★ এ্যাক্রালিক রং

রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে
বসূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং

ধাপ সমূহ

ধাপ-১

image.png

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে তার চারদিকে মাইক্রো কসটেপ লাগিয়ে নিতে হবে।

ধাপ-২

image.png

এবার সাদা কাগজটিতে হলুদ এবং লাল রং এর মোম রং পেন্সিল দিয়ে রং করে দিতে হবে।

ধাপ-৩

image.png

এবার তুলা দিয়ে সব রং সমস্ত পেইজটিতে মিশেয়ে দিতে হবে।

ধাপ-৪

image.png

image.png

এবার পেইজটির মাঝখানে রোমান্টিক কাপোল অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৫

image.png

এবার পেইজটির মধ্যে পুরো রোমান্টিক কাপোল অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৬

image.png

image.png

এবার রোমান্টিক কাপোল এর সামনে একটি সূর্য অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৭

image.png

এবার সমুদ্রের সামনে সূর্যের ছায়া অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৮

image.png

এবার অঙ্কন করা দৃশ্যটিকে আরও একটু কালার ফুল করে দিতে হবে।

শেষ ধাপ

image.png

এখন পেইজের এক কোনায় একটি স্বাক্ষর করে দিলেই হয়ে যাবে আমার আজকের পেইন্টিং।

উপস্থাপনা

image.png

যে কোন কাজ যদি সুন্দর করে উপস্থাপনা করা যায় তাহলে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আর আপনাদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যই আমার আজকের এই ভিন্ন রকমের পেইন্টিং।

শেষ কথা

সত্যি বলতে মানুষের সাধ্যের বাহিরে কিছুই নেই।মানুষ চেষ্টা করলেই পারে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে।আর সেই কথাটি মাথায় রেখেই আমার আজকের এই পেইন্টিং। কেমন লাগলো আপনাদের কাছে জানার অপেক্ষায় রইলাম।।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  
 18 days ago 

বাহ আপু আপনি দেখছি অসম্ভব অসম্ভব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। এ্যাক্রালিক রং দিয়ে রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং করেছেন। দেখতে অনেক বেশি কালাফোল হয়েছে আর্ট।অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 18 days ago 

ধন্যবাদ আপু এমন সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

আপনি আজ আমাদের মাঝে অসাধারণ পেন্টিং তৈরি করে শেয়ার করেছেন, যদিও পেন্টিং খুব একটা ভালো করতে পারি না তারপরও খুব ভালো লাগে পেইন্টিং করতে এবং দেখতে,রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং, প্রতিটি ধাপ আপনি আমাদের মধ্যে চমৎকারভাবে সাজিয়ে বসিয়ে দক্ষতার সহিত ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।

 18 days ago 

একদম ঠিক বলেছেন আপু চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। যাইহোক আপু আপনি দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন।রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং দারুন হয়েছে আপু।

 18 days ago 

ধন্যবাদ আপু এমন করে উৎসাহ দিয়ে মন্তব্য করার জন্য।

 18 days ago 
 18 days ago 

আপনার ছবি অংকন টা কিন্তু চমৎকার ছিল। যেখানে প্রেমিক-প্রেমিকা হাত ধরে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এমনই আদলে গড়া আপনার এই চিত্রাংকন দেখে যেন মন ছুয়ে গেল।

 18 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 17 days ago 

আপনি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করার ফলে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারতেছেন। এভাবে সব সময় চেষ্টা করলে আরো ভালো পেইন্টিং করতে পারবেন আপনি। আজ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একটা রোমান্টিক কপালের পেইন্টিং করেছেন, যেটা দেখেই তো আমি জাস্ট মুগ্ধ হলাম। পেইন্টিং এর সৌন্দর্য এত দারুন ছিল যে যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। সমুদ্র সৈকতে সূর্যাস্ত যাওয়ার সময় কিন্তু প্রিয় মানুষের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর আপনি এই বিষয়টাকে সুন্দর করেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে বুঝতে পারতেছি। পুরোটা দারুন হয়েছে এক কথায়।

 17 days ago 

যা কি যে বলেন না আপু। আমি আর কই সুন্দর করে পেইন্টিং করতে পারলাম? ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 17 days ago 

আপু আপনি নিজের চেষ্টায় এখন সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করতেছেন। বিশেষ করে পেইন্টিং করার চেষ্টা করতেছেন অনেক সুন্দর ভাবে। আজকেও ঠিক তেমনি ভাবে একটা পেইনটিং করেছেন। সমুদ্র সৈকতে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে। আর প্রিয় মানুষটা পাশে থাকলে তো কোনো কথা নেই। আমার তো মনে হচ্ছে এখানে আপনি আর ভাইয়া দাঁড়িয়ে রয়েছেন। আর রোমান্টিক কিছু মুহূর্ত উপভোগ করতেছেন। দৃশ্যটা অনেক সুন্দর লাগলো আমার কাছে দেখতে। চেষ্টা করলে আরো সুন্দর পেইন্টিং করতে পারবেন আপনি একসময়।

 17 days ago 

ইস্ ভালোই তো হতো আমি আর আপনার ভাইয়া এমন করে দাড়িঁয়ে থাকতে পারলে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এবংউৎসাহমূলক মন্তব্যের জন্য।

 17 days ago 

আপু বেশ চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। রোমান্টিক কাপলের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 17 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59274.49
ETH 2983.07
USDT 1.00
SBD 3.75