কবিতা পোস্ট : স্ব-রচিত- কবিতা-সর্বনাশা প্রেম || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন বেশ ভালোই আছেন। আমিও কিন্তু আছি বেশ একটা ভালো না হলেও আলহামদুলিল্লাহ্। আর তাই তো চলে আসলাম প্রতিদিনের মত করে আজও। আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজও চেষ্টা করেছি আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করতে। জানিনা কতটুকু পেরেছি।

কবিতা লেখা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। আবার সবাই কিন্তু কবিতা লিখতেও পারে না। হয়তো বা যারা কবিতা লিখতে জানেনা আমি নিজেও তাদের মধ্যে একজন। তবুও চেষ্টা করি কিছু লিখে আপনাদের মাঝে শেয়ার করতে। যাতে করে লিখতে লিখতে একদিন কবি হয়ে উঠতে পারি। আর আপনাদের মাঝে নতুন নতুন কবিতা শেয়ার করতে পারি।

প্রেম পবিত্র। প্রেম আসে স্বর্গ থেকে। আর যুগের পরিবর্তনে আজ সেই প্রেমের ধরনের হয়েছে বেশ পরিবর্তন। এখন যেন প্রেম গুলো কেমন হয়ে গেছে। এখন প্রেমে নেই কোন আকর্ষণ। এখন শুধু প্রেম গুলো অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আর তাই তো প্রেমের ভিতর কোন মায়া বা অনুভূতি নেই। এমন একটি বিষয় কে আজ আমি আমার কবিতায় স্থান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগেবে।

নদী পাড়ের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গ্রাফি (3).png

Banner credit --@maksudakawsar
Canva দিয়ে তৈরি

image.png

স্ব-রচিত কবিতা
সর্বনাশা প্রেম

লেখা- মাকসুদা কাউসার

পাল্টে গেছে প্রেমের ধরন,
পাল্টে গেছে যুগ,
এখন শুধু সবাই খোঁজে
এন্ড্রোয়েড ফোনে সুখ ।।

লাল নীল সবুজ খামে,
প্রেমের চিঠি গেথেঁ দিয়ে,
মনের কথা বলতো আগে,
প্রেমের মজাও ছিল তাতে ।।

মনের ভিতর গাথাঁ কথা,
চিঠির পাতায় হতো লেখা,
কথা হতো চোখে চোখে,
হৃদয় দিয়ে অনুভবে।।

ডিজিটাল এই যুগের হাওয়ায়,
চিঠির দেখা পাবে কোথায়?
হোয়াটস আপ আর ম্যাসেঞ্জারে,
প্রেমের আদান প্রদান চলে ।।

এখন প্রেমে নেই কো টান,
ম্যাসেঞ্জারে সবাই জান,
চোখে সবার রঙিন আশা,
তাই তো প্রেম সর্বনাশা ।।

image.png

শেষ কথা

যুগের সাথে সাথে প্রেমেরও পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে মানুষের আবেগ আর অনুভূতির। আগে প্রেম আর ভালোবাসায় একটা অনুভূতি কাজ করলেও এখন যেন প্রেম গুলো কেমন হয়ে গেছে। এখন আর প্রেম ভালোবাসার সেই চিরন্তন রূপ দেখা যায় না।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  
 last month 
 last month 

বাহ! কবিতাটি দারুণ হয়েছে তো!
আপনি কবি না হয়েও একজন কবির চেয়ে কোন অংশে কম গুণসম্পন্ন কবিতা লিখেননি। ছন্দ আর শব্দপ্রয়োগ অসাধারণ ছিল।
সবচেয়ে বেশি যেটা তা হলো, একদম বাস্তবসিদ্ধ ও সমসাময়িক ভাবনা চিন্তা তুলে ধরা হয়েছে।
আরো কিছু এ ধরনের কবিতা পড়তে পারবো আশা করি। 💐💖

 last month 

ধন্যবাদ ভাইয়া আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 last month 

আপনি ঠিকই বলেছেন আপু আগে মানুষ প্রেম করত চিঠি লিখে অথবা দেখা করে। কিন্তু এখন ডিজিটাল যুগ হয়ে সবকিছুই হয় হোয়াটস আপ আর মেসেঞ্জারে। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুব খুব ভালো লেগেছে আপু। এই বিকেলে এরকম সুন্দর একটি কবিতা পড়ে মনটা অনেক ভালো হয়ে গেল। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last month 

ঠিক বলেছেন আপু একসময় প্রেম অনেক পবিত্র ছিল।যুগের পরিবর্তনে প্রেমের ধরন হয়েছে অন্যরকম আগের মত নেইও তেমন আকর্ষণ।আপনার স্বরচিত কবিতা সর্বনাশা প্রেম পড়ে অনেক ভালো লাগলো। বাস্তবতাকে কেন্দ্র করে কবিতাটি লিখেছেন।অনেক ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য।

 last month 

বাহ্ দারুন একটি মন্তব্য করেছেন তো আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last month (edited)

আপু আপনার কবিতাগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে।আপনি আপনার মনের মাধুরী ,আবেগ আর ছন্দ দিয়ে প্রতিটি কবিতা অনেক সুন্দর করে লেখেন। যা পড়তে পড়তে আমি হারিয়ে যাই আপনার কবিতার মাঝে। আজও আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার কবিতাটির মাঝে ডিজিটাল যুগের প্রেমের বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। ঠিক বলেছেন আপু এখন প্রেমে কোন টান নেই। আছে শুধু ম্যাসেঞ্জারে জান। তাইতো সবার মনে রঙ্গিন আশা। আর পরে প্রেম হয়ে যায় সর্বনাশা। ধন্যবাদ আপু ছন্দের সাথে কবিতাটি মিলেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

অনেক সুন্দর এবং সাবলীল একটি মন্তব্য করেছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 

আগের প্রেম এবং এখনের প্রেমের মধ্যে অনেক পার্থক্য। এখনকার ছেলেমেয়েদের হাতের দশ আঙ্গুলের দশ প্রেমিক-প্রেমিকা থাকে। তাদের কাছে কতজন আসবে কতজন যাবে সেগুলোর কোন হিসেব থাকেনা। আপনার মতে আমিও একমত আপু। আমিও মনে করি প্রেম পবিত্র। যেখানে পবিত্রতা বেশি সেখানে প্রেমের সার্থকতা বেশি। সুন্দর একটি কবিতা লিখলেন আপনি ভালো লাগলো পড়ে।

 last month 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করে পাশে থাকার জন্য।

 last month 

প্রেম নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে প্রেমের অনুভূতি গুলো সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে, আসলে আগেরকার দিনের প্রেম আর এখনকার প্রেমের মত অনেক পার্থক্য রয়েছে। যাই হোক আপনার এই সর্বনাশা প্রেম কবিতাটি পড়ে ভালো লাগলো।

 last month 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70820.99
ETH 3797.36
USDT 1.00
SBD 3.46