জেনারেল রাইটিং- শীত কারও জন্যে পৌষ মাস, কারও জন্যে সর্বনাশ
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

ঝেঁকে বসেছে শীত। এবারের শীত এসেছে তার আসল রূপ নিয়ে। ইতিমধ্যে শহর থেকে গ্রাম অবদি সব জায়গায় শীতের ছোঁয়া আর কুয়াশায় ভরে গেছে। কুয়াশা জেন এ ক দিনে মানুষকে জানিয়ে দিচেছ যে তাদের ক্ষমতাকতটুকু। বুঝিয়ে দিয়েছে মানুষ সব পারলেও প্রকৃতি কে থামিয়ে রাখতে পারে না। সময় আর সুযোগ পেলে প্রকৃতিও মানুষ কে তার প্রাপ্য বুঝিয়ে দিতে পিছ পা হয় না।
এমন শীত এক শ্রেণী মানুষের কাছে বেশ আনন্দের। কারন শীত আসলে সমাজের এক শ্রেণীর মানুষের আনন্দ আর উদ্দীপানা বেড়ে যায়। পরিবার পরিজন নিয়ে মেতে উঠে এক ওপার আনন্দে। কেউ কেউ শহর থেকে গ্রামে ছুটে যাচেছ পরিবার আর পরিজনের সাথে শীতের আনন্দ ভাগাভাগী করে নিতে। শীতের সময় নতুন চালের পিঠা, স্বাদে ভরা পায়েস সহ হাজারও খাবার দিয়ে নিজেদের মন কে ভরে তুলে অনায়াসে।
শীতের চাদর গায়ে জড়িয়ে ভ্রমন প্রিয় মানুষগুলোও ছুটে যায় নতুন কিছু দেখার জন্য। শীত যেন তার কুয়াশার চাদর দিয়ে এমন সময়ে মুছে দেয় সকল ক্লান্তি, সেই সাথে মুছে দেয় সকল হতাশাও। আর তাই তো শীত হলো কারও কাছে আনন্দের সময়। এ সময়ে মানুষ এতটাই উৎফুল্ল হয়ে পড়ে যে , মনে হয় শীত নতুন করে এসেছে মানুষ কে প্রকৃতি থেকে কিছু উপহার দেওয়ার জন্য।
আবার অন্যদিকে, এক শ্রেনীর মানুষ আছে যারা সমাজে অসহায়, যাদের নিজেদের দিন আনতে দিন ফুরায়। সেখানে শীতের বিলাশিতার কথা তো ভাবতেই পারে না। অনেক সময় দেখা যায় সমাজের অসহায় মানুষ গুলো হাড় কাপাঁনো শীতে রাস্তার পাশে দাড়িঁয়ে আগুনের তাপে তাদের শীত নিবারন করে। শীতের কুয়াশার জন্য এমন মানুষ গুলো তাদের পেটের ভাত যোগাড় করতেও কষ্ট হয় পড়ে। আর সেই কারনেই শীত এমন মানুষগুলোর জন্য বিলাশিতা ছাড়া আর কিছুই নয়। তাই তো আমার কাছে মনে হয় শীত কারও জন্যে পৌষ মাস, আর কারও জন্যে সর্বনাশ
কেমন লাগলো আমার আজকের পোস্টটি। আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় থেকে আজ এখানেই শেষ করছি।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



