অবশেষে আপনজনের জন্য আমার বাংলা ব্লগের ইউজারের রক্ত পেলাম || Written by @maksudakawsar ||

in আমার বাংলা ব্লগ27 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ ব্যস্ততায় যাচেছ সময়। সেই সাথে তো রয়েছে প্রচুর মানসিক চাপ। সব মিলিয়ে বেশ হিমশিম খেতেই হরো চ্ছে। তবুও এরই মধ্যে চলে যাচ্ছে সময় আর দিন। আর সেই সাথে জীবন থেকে চলে গেল কিছু সুন্দর সময়ও। বুঝতেই পারলাম না সময়গুলো কখন আসলো আর কখন গেল। যাই হোক আমিও চলে আসলাম আজ আবার আপনাদের মাঝে নতুন করে নতুন একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


image.png

ছবিটি অঙ্কন দাদার পোস্ট হতে সংগ্রহ করা

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। এই কথাটি বা বাক্যটি যাই বলি না কেন যুগ যুগ ধরে সত্যিই বলে প্রতীয়মান। আজও আমাদের চারপাশে কিছু না কিছু মানবিক মানুষ আজও আছে যার কারনে পৃথিবীটা বেচেঁ আছে। তেবে এমন মানবিক মানুষগুলো সব সময় নিজেদের কে আড়ালে রেখে যায়। আর সে কারনেই এমন মানুষগুলোকে আমাদের খুঁজে নিতে হয়।

image.png


image.png

গত কিছুদিন যাবৎ আমার দিনগুলো বেশ ব্যস্ততায় কাটছে। চোখে মুখে বেশ অন্ধকার দেখছি। একদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কাজের জন্য প্রতিদিন রাত করে বাসায় ফিরতে হচেছ। তারপর হলো সংসারের কাজ। তার উপর তো আছে ভাইবোনের প্রতি দায়িত্ব বোধ। সব মিলিয়ে যেন জীবনটাই এখন বেশ কঠিন মনে হচ্ছে। সেই ভোর বেলায় বাসা থেকে বের হয়ে বাসায় ফিরে যাওয়া রাতে। এমন করে কি আর জীবন চলে। যাই হোক আজ কিন্তু এসব বলার জন্য আপনাদের মাঝে আসিনি। আজ আমি অন্য রকমের একটি অনুভূতি শেয়ার করবো।


image.png

আমার এমন কঠিন ব্যস্ততার মধ্যে সবচেয়ে খারাপ খবর হলো গত এক সপ্তাহ যাবৎ আমার ভাসুর ইউনাইডেট হাসপাতালে লাইফ সার্পোটে। বাচাঁ মরা এখন উপর ওয়ালার হাতে। এত ব্যস্ত জীবনে আমি মাত্র দুদিন কিছু সময়ের জন্য হাসপাতালে যেতে পেরেছি। তাই নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার একটু পাশে থাকা প্রয়োজন। ভাসুরের পুরো পরিবার বেশ ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় কিছু করতে পারলে হয়তো আমার নিজের কাছেও বেশ ভালো লাগতো। কিন্তু নিয়তি বলে কথা।


image.png

যাই হোক আজ সকাল থেকেই অফিসের কাজে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে। কোথাও যাওয়ার বা দম ফেলার উপায় নেই। এরই মাঝে ফোন আসলো যে ভাসুরের নাকি রক্ত লাগবে। তাও আবার বি- পজিটিভ। আর বি- পজিটিভ রক্ত কিন্তু আমার নিজেরও। কিন্তু ঐ যে ভাগ্য বলে কথা। পরীক্ষার ডিউটি যাওয়া তো দূরে থাক মুখ দিয়ে উচ্চারণ ও করা যাবে না। আবার মনে ভয় হলো আমি যদিও বেশ কষ্ট করে গেলাম মহিলা মানুষ হিসাবে যদি আমার রক্ত না নেয়। বেশ ভাবনায় পড়ে গেলাম। ভাবতে ভাবতে কেন জানি আমার আমার বাংলা ব্লগের অঙ্কন দাদার নাম মনে আসলো। ভাবলাম যে দাদার পরিচিত কেউ যদি থাকে।


image.png

খুব চিন্তা নিয়ে দাদা কে একটি ফোন করলাম। কিন্তু খুব অবাক করা বিষয় দাদা আমার কথা শোনার সাথে সাথে বলে ফেললো তার নাকি বি- পজিটিভ রক্ত। এবং নিজ থেকে রক্ত দেওয়ার জন্য আগ্রহী হয়ে গেল। এমন মানবিক মানুষ আমার এত কাছাকাছি সেটা কখনও ভাবীনি। আমি নিজেই বেশ স্বস্থি পেলাম। একজন মানুষ যার সাথে কিনা কিছু দিনের পরিচয়,কেমন করে আমার এক কথায় উপকার করার জন্য এমন করে এগিয়ে আসলো।সত্যি বলতে আমাদের জীবনের জন্য এমন মানবিক মানুষগুলোই বেশ প্রয়োজন।


image.png

আমি যতক্ষনে আজকের ব্লগটি লিখছি ততক্ষনে দাদা ইউনাইটেড হাসপাতালে পৌঁছে গেছে। এবং এতক্ষনে হয়তো রক্তও দিয়ে দিয়েছে। আমি মনে হয় @aongkon দাদা। এমন বিপদের সময়ে ছায়া হয়ে পাশে থাকার জন্য। চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে গেলাম। হয়তো আপনার মত এমন করে কেউ এগিয়ে আসতো না। হয়তো এমন মানবিক মানুষ আজ আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজ আপনার জন্য আমার ভাসুরের পরিবারে আমি একজন কেউ। আমি আমার ভাতিজাদের প্রিয় চাচী।


image.png

@aongkon দাদা আজ এমন করে মানবতার চাদর বিছিয়ে যে ভাবে দু হাত বাড়িয়ে দিলেন তেমন করেই সারা জীবন আপনাকে পাবো বলে বিশ্বাস করি। অল্প সময়ের পরিচয়ে এমন করে নিজেকে উদার করে এগিয়ে আসবেন সেটা ভাবতে পারিনি। আজ মানবতার জয় হলো, সেই সাথে জয় হলো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির। যার হাত ধরে আমরা এক হতে পেরেছি। হয়তো আমার বাংলা ব্লগ কমিউনিটি না হলে আমরা খুজেঁ পেতাম না @aongkon দাদা @rahul ভাই এবং অনেক শ্রদ্ধেয় বড় ভাইদের।


image.png

সত্যি বলতে প্রিয় কমিউনিটির শ্রদ্বেয় @rme দাদার প্রতি আমি বা আমরা কৃতজ্ঞ । যিনি কিনা আমাদের কে এমন সুন্দর একটি কমিউনিটি উপহার দিয়েছে। যার জন্য কিছু মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। যার জন্য হয়ত @aongkon দাদার মত এমন মানবিক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। আমার কাছে তাই আজ আমার বাংলা ব্লগ মানে একটি পরিবার, একটি বন্ধন আর একটি ভালোবাসার ঘর।

ভালো থাকবেন @aongkon দাদা সারাজীবন। আর সেই সাথে ভালো থাকুক প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল স্তরের সকল ভাইবোনেরা সহ শ্রদ্ধেয় @rme দাদা ও তার পরিবার।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 27 days ago 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আমাকে নিয়ে অনেক সুন্দর একটি ব্লগ লিখেছেন পড়ে ভীষণ ভালো লাগলো। ‌ সত্যি বলতে মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়াতে পারলে ভীষণ ভালো লাগে। আমরা সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনি নিজেও একজন মানবিক মানুষ সেজন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।