আজ কিন্তু একটি অন্য রকমের আইডিয়া পেলাম। হোটেলের ভিতর পিকনিক। কি ইউনিক একটি ব্যাপার তাই না। চুরি করা রাজহাঁস দিয়ে হোটেলের ভিতর পিকনিক দেখেই তো বুঝা যাচেছ যে বেশ সুন্দর মূহুর্তই কাটিয়েছেন। আবার নাকি চাঁদনি রাতে বাইক নিয়ে ঘুরাঘুরিও করেছেন। এত লোভ লাগাচ্ছেন কেন ভাইয়া। বেশ ভালো ছিল আজকের পোস্টটি।
হাঁস চুরি করে তো পিকনিক করিনি। আপনি সম্ভবত পোস্টের শেষের অংশটুকু দেখেই কমেন্ট করেছেন।