You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৭

in আমার বাংলা ব্লগ2 months ago

সেই ছেলেবেলার কথা।মে মাসের শেষ। গ্রীষ্মের ছুটি। তাই বেশ হইচই করে সময় যাচ্ছিল।আমার ছেলেবেলার সকল বান্ধবীরা মিলে সময় বেশ ভালোই কাটাতাম। আমরা সবাই সমবয়সী হওয়ায় এক সাথেই খেলাধুলা করতাম। তখণ প্রতিদিনই বৃষ্টি হতো।আর আমরা বৃষ্টিতে ভিজতাম। কখনও কখনও বৃষ্টিতে ভিজতে ভিজতে দায়িয়াবান্দা, বৌচি সহ নানা রকমের খেলা খেলতাম।
একদিন দুপুরের একটু পর আকাশে মেঘ ডাকতে লাগলো। বেবী নামে আমার এক বান্ধবী বলল, কাল বৈশাখী ঝড় হবে।আর আমরাও জানতাম এ সময়ে দুপুরে মেঘ ডাকা মানেই কিন্তু কালবৈশাখী ঝড়।কিছুক্ষন পরই শুরু হলো ঝড়।আর কিছু সময় পরই ঝড়েরর প্রকোপ কমে বৃষ্টি শুরু হয়ে গেল।আর তখনই আমরা সবাই নেমে পড়লাম কোয়াটারের পাশের একটি আমবাগানে আম কুড়াতে। সেখান থেকে আম পড়ছিলো আর আমরা টপাটপ সেগুলো কুড়িয়ে নিলাম বৃষ্টির মাঝেই।আম কুড়ানো শেষ করে বাড়িতে ফিরে গোসল সেরে নিলাম সবাই। এরপর আমরা আমগুলোকে সুন্দর করে কেটে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খেলাম।এরকম প্রায়ই বৃষ্টিতে ভিজতাম, আম কুড়াতাম। এখন আর তেমন করে আম কুড়ানো হয় না।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69633.73
ETH 3805.56
USDT 1.00
SBD 3.74