You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৮

in আমার বাংলা ব্লগlast month

তুমি আছো, তুমি থাকবে মোর ভুবন জুড়ে,
তোমায় রাখিবো আমি যতন করে,
হারাতে দিবো না কভু দূর আকাশে,
রাখিবো তোমায় আমি হৃদয় মাঝারে।।

থাকিও বন্ধু আমার আপন হয়ে,
স্বার্থের তরে যেন না হয়ে যাও পর,
ভালোবাসি তোমায় ওগো বুঝাবো কি করে,
হৃদয়ের ভাষা যে জন বুঝিতে না পারে।।

Sort:  
 last month 

মাঝে মাঝে স্বার্থের কাছে ভালোবাসা পরাজিত হয়ে যায়। স্বার্থ প্রিয় জনকে বদলে দেয়। তবুও আমরা চাই কারো প্রিয়জন যেন না বদলায়। অসাধারণ লিখেছেন আপু।