অরিগ্যামি-রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি
কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. কলম।
Device-XANON-X20
রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরির ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে একটি রঙিন কাগজ নিব।এরপর কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিব।
ধাপ-২
এরপর কাগজটিকে নিচের থেকে উপরের দিকে একটি ভাঁজ করে নিব।
ধাপ-৩
এরপর কাগজটির দুই পাশে দুইটি সুন্দরভাবে ভাঁজ করে নিব।
ধাপ-৪
এরপর কলমের সাহায্যে
শিয়ালের মুখ চোখ এঁকে নিব।
শেষ ধাপ
শিয়ালের মুখ চোখ আঁকা হয়ে গেলেই রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি সম্পূর্ণ হবে।এইভাবে আরেকটি তৈরি করে নিব।
উপস্থাপনা:
রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে অরিগামি টি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের তৈরি অরিগামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগামি গুলো সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47।আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।
রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের কালারটাও খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে কী সুন্দর শেয়ালের মুখ বানিয়েছেন আপু৷ এই অরিগ্যামি কাজগুলো দেখতে খুব ভালো লাগে৷ স্রেফ কাগজকে ভাঁজ করে যে এতো চমৎকার একটি শেয়াল বানিয়েছেন ।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার শিয়ালের মুখের দু'টি অরিগ্যামি তৈরি করেছেন আপু। দেখতে অনেক কিউট লাগছে।কাগজের তৈরি এরকম জিনিস গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।অল্প সময়ের মধ্যে রঙিন কাগজ ব্যবহার করে শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজ আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এত সুন্দর করে তৈরি করার কারণে দেখতে খুব ভালো লাগছিল। আপনার উপস্থাপনা দেখে যে কেউ চাইলে এই অরিগ্যামি তৈরি করতে পারবে।
আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে সময়ের সদ্যব্যবহার করে রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। তাছাড়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনেক সুন্দর রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি করেছেন। দেখতে বেশ চমৎকার সুন্দর লাগছে দেখতে শেয়ালের মুখটি।মনে হচ্ছে সত্যিকারের শেয়ালের মুখ।ধাপে ধাপে রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগামি তৈরি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি বানিয়েছেন। আপনার বানানো শিয়ালের মুখের অরিগ্যামি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আর এই অরিগ্যামি গুলো ছোট বাচ্চারা পেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে।
রঙিন কাগজের তৈরি অরিগামি পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এমন কি আমি এই ধরনের জিনিস গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। অনেক সুন্দর শিয়ালের মুখ তৈরি করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।