লাইফ স্টাইল-বান্ধবীর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত (শেষ পর্ব)।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে বান্ধবীর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত (শেষ পর্ব) শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
বান্ধবীর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত (শেষ পর্ব)

শুভদৃষ্টি, মালা বদল, কন্যাদান সবকিছু শেষে হয়েছিল। বাকি ছিল সিঁদুর দান, সাত পাক। মূল বিয়ে হবে সকাল বেলায়।যাকে বলা হয় বাসি বিয়ে। আর রাতে বাসর জাগা হয়।তার জন্য বড় বউ সহ সকলে মিলে বেশ আনন্দ করে। সকাল পর্যন্ত গান গল্প করে কাটায়।আমি রাতের বেলায় বাড়ি ফিরে এসেছিলাম।সকালে যাওয়ার পর বাসি বিয়ে মিস করেছি। মানে সিঁদুর দান, কড়ি খেলা এসব কিছুই দেখতে পারিনি। একদম সব কিছু শেষ হওয়ার পর গিয়েছিলাম।

তাই মূল আকর্ষণ টুকু মিস করে যাই। যাইহোক এর পর একদম বিদায় বেলায় সময় বান্ধবীর বাসায় যাই। বান্ধবী এবং বান্ধবী বর কে বিদায়ের জন্য এক জায়গায় দাঁড় করানো হয়।সবার সাথে পরিচয় করানো হয়।কথা বলে বিদায় নিচ্ছিল একে অপরের সঙ্গে।বিদায় পর্ব শেষে তারা আস্তে আস্তে বাড়ি থেকে বের হচ্ছিল।

বিদায় এর আরেকটি মুহূর্ত যেই মুহূর্তটিতে সকলে কেঁদেছিল।সকলকে কাঁদিয়ে ছিল মা এবং মেয়ে।বিদায় মুহূর্তে চাল ঢেলে মায়ের ঋণ শোধ করে।একদিকে মা কাদঁছিল অন্যদিকে মেয়ে।তাদেরকে কান্না দেখে পুরো এলাকার মানুষ কেঁদেছিল। আমিও নিজেকে আর আটকে রাখতে পারিনি।খুবই কষ্ট হচ্ছিল এমন দৃশ্য দেখে।

এরপর পিছনে না ফিরে মেয়েকে নিয়ে সামনের দিকে যাওয়া হয় অটোতে উঠানোর জন্য। তার মা মেয়ের পিছন পিছন ছুটে যায়।অটোর সামনে গিয়ে মা মেয়ের কান্না আবার শুরু হয়ে যায়।এক সময় অটো ছেড়ে দেয়।যেহেতু বাসা থেকে বাসস্ট্যান্ড দূরে তাই অটোতে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল।যেই মুহূর্তে এইখান থেকে অটো চলে গিয়েছিল ওর মা ওইখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ওইখানেই ছিলাম অমরা ওর মায়ের জ্ঞান ফিরার পর বুঝিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ভালো খারাপের মধ্য দিয়ে সময়টা কেটেছিল।
বিয়ের শুরু থেকে আমরা খুবই আনন্দ করেছিলাম। বান্ধবীরা মিলে করে দারুণ কাটিয়েছিলাম দিনগুলো। কিন্তু ওকে বিদায় দেওয়ার সময় বুকটা ফেটে যাচ্ছিল।যাদের সাথে ছোটবেলা থেকে ছিল তাদের ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে।বিশেষ করে ওর বাবা-মা এবং ছোট বোন। ওদেরকে আঁকড়ে ধরে খুবই কান্না করছিল। যাই হোক বান্ধবী বিয়েতে বেশ ভালোই লেগেছিল। সকলে ভালো থাকুক।আমার বান্ধবীও সুখী হোক তাঁর দাম্পত্য জীবনে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

ডেইলি টাস্ক:

https://x.com/i/status/2010317291930726674
https://x.com/i/status/2010317667497120234
https://x.com/i/status/2010390799666851874