You are viewing a single comment's thread from:
RE: ফোটোগ্রাফি পোস্ট - ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা তিনজন
তিন জনের মাঝে শুধু সজীব ভাই চশমা ছাড়া এটা কিন্তু মিলিয়ে নিলে ভাল হত । যেদিকে তাকাই ছয় জোড়া আঁখি একই সাথে । গল্পে গল্পে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা অনেক বার শোনা হয়েছে । ছবিতে এত কাছ থেকে সম্ভবত এবারেই প্রথম দেখার সুযোগ হলো । আজকের পোস্ট, লেখার ভাষাটা কেমন জানি চেনা চেনা লাগছে ।
তিনজনে আড্ডা গল্প ঘুরাঘুরিতে দারুণ একটা সময় পার করেছেন এটা বুঝতে পারছি ।
নেতাজীর ছবি ছাড়া অন্য নিদর্শন গুলো কিন্তু মিস করে গেলাম দাদা ।
আগামী দিনে "সায়েন্স সিটি" দেখার এবং জানার অপেক্ষায় রইলাম ।