You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - রিএন্ট্রি ( পর্ব ২ -সিজন ১)

in আমার বাংলা ব্লগ4 years ago

ম্যানিফেস্ট - রিএন্ট্রি সিজন ওয়ানের দ্বিতীয় পর্ব রিভিউ পড়ে আমার এতটাই ভাল লেগেছে মনে হচ্ছিল সামনে থেকে দেখছি। আমি নিজেও মনে হচ্ছে গোলক ধাঁধায় পড়ে গেলাম। শুধু মনে হচ্ছে এই পাঁচ বছর ছিল কোথায় সেটা কি কোন টাইম ট্রাকে আটকে গিয়েছিল। নাকি অন্য কিছু এরকম নানা প্রশ্ন মনে উকি দিচ্ছিল। যাইহোক শেষ পর্যন্ত এটা যেন ভালো লেগেছে তাদের এলোমেলো জীবন গুলো নরমাল হতে শুরু করেছে। তবে ফেসবুক প্রোফাইল চেক করে পাস বছরে উইশ করা পোস্ট গুলো দেখতে পেয়ে খুব ভালো হয়েছে। আমার কাছেও এই বিষয়টা পড়তে খুব ভালো লেগেছে। এতটুকু অংশ পড়ে আমার কাছে মনে হচ্ছে সামনে আরও রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে। দাদা রিভিউটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।