রাতের আকাশের ওই শুকতারাআমার সঙ্গী হলো ।
রাত জাগা নিশাচর পাখি
আমার সঙ্গী হলো ।অসাধারণ দাদা আপনি যেভাবে রাত জাগেন তা অন্য কোন মানুষের পক্ষে সম্ভব না। এতদিনে হয়তো অসুস্থ হয়ে যেত। আপনি যে কিভাবে এটা মানিয়ে নেয় সেটা আপনি আর উপরওয়ালাই জানে। যাইহোক সবশেষে আপনার প্রতি দোয়া থাকবে এটা যে আপনি সবসময় ভালো এবং হাসিখুশি থাকে।
আর আপনার কবিতা। তার তো আর তুলনা হয়না আপনার প্রতিটি কবিতায় যেন মন ছুঁয়ে যায়। আরো অসাধারণ হয় আপনার কবিতাগুলো। কবিতার প্রত্যেকটা লাইন যেন মিলিয়ে গেছে।
ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য।