ডাই:রঙিন পেপার দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৬ শে,চৈত্র || ১৪৩০ বঙ্গাব্দ ||সোমবার||বসন্তকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে সহজে রঙিন পেপার দিয়ে ফুল বানাতে হয়।আশাকরি আপনাদের ভালো লাগবে।



PhotoEditor_20244903425904.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

device:redmi note 10


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি

1712598628684-01.jpeg

কাজের ধারা



1712598653599-01.jpeg


ধাপ:-প্রথমে রঙিন পেপার কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এমন ভাবে কাটতে হবে চারিদিকে যেন সমান হয়।


1712598674661-01.jpeg


ধাপ:-তারপর পেপার ভাঁজ করে নিলাম। ভাঁজ করার আগে অবশ্যই পেন্সিল দিয়ে ফুলের আকৃতি অংকন করতে হবে।


1712598880838-01.jpeg


ধাপ:-ভাজ করা পেপার কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে।


1712598726423-01.jpeg


ধাপ:-চিত্রের ন্যায় এরকম আকৃতি হয়ে যাবে। এখন আস্তে আস্তে হাতের সংস্পর্শে নিয়ে ভাঁজগুলো ছাড়িয়ে নিতে হবে।


1712598931667-01.jpeg


ধাপ:-ভাজ ছাড়িয়ে এমন আকৃতি হয়ে যাবে। ফুলটি দেখতে বেশ ভালো লেগেছিল আমার কাছে।


1712598858314-01.jpeg


ধাপ:-এখন নীল বর্ণের কাগজ কেটে পাতার আকৃতি দিয়ে দিতে হবে। দুইটা পাতা সমান আকৃতি হবে।


1712598755298-01.jpeg


ধাপ:-প্রথমে যে ফুলটি বানানো হয়েছে সেই ফুলটির ন্যায় আরো দুটি ফুল বানিয়ে নিলাম। প্রত্যেকটা ফুলের ডিজাইনের একই রকম হবে।


1712598782364-01.jpeg


ধাপ:-তারপর বড় ফুলের উপর ছোট ফুলগুলো আঠা দিয়ে আটকিয়ে নিলাম। প্রথম ফুলটির মাঝখান বরাবর অপর দুটি ফুল সুন্দর ভাবে আঠা দিয়ে আটকিয়ে দিতে হবে।


1712598810380-01.jpeg


ধাপ:-পাতা দুইটি ফুলের নিচে আঠা দিয়ে সুন্দর ভাবে আটকিয়ে নিলেই সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে। যদিও এ ধরনের জিনিস তৈরি করতে একটু ধৈর্যের ব্যাপার। কিন্তু কাজ শেষে দেখতে অনেক ভালো লাগে। এ ধরনের ফুল তৈরি আমার কাছে অনেক পছন্দের একটি কাজ।


1712598829025-01.jpeg


ধাপ:-কাগজের তৈরি বিভিন্ন জিনিস দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। কমিউনিটিতে অনেকেই কাগজের তৈরি নকশা তৈরি করে উপস্থাপন করেছে। তাদের নকশা দেখে অনুপ্রাণিত হয়ে আমিও চেষ্টা করেছি রঙিন কাগজের নকশা তৈরি করতে। কাগজ দিয়ে এই প্রথম নকশা তৈরি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।




আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এই ওয়ালমেটটা আমার ভীষণ ভালো লাগতেছে। আপনি বেশ সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এ ধরনের কাজ করতে সময় একটু বেশি লাগলেও কাজ শেষ হয়ে তৈরী জিনিস দেখতে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে অনেক মজা লাগে। সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রঙিন পেপার দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন ভাইয়া দেখতে অসাধারণ সুন্দর লাগছে। রঙিন কাগজ পেপার কেটে কিভাবে চমৎকার ফুল তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রম আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এই ধরনের কাজ করার মধ্যে আলাদা একটা মজা আছে।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বিভিন্ন কালারের রঙিন পেপার কেটে ডাই পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমার তৈরি ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন তিনি অনেক ভালো লাগলো। চেষ্টা করি সবসময় টাইপ করতে যেন ভালো আসে দেখে লক্ষ্য রাখার। মতামতের জন্য ধন্যবাদ।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে একটি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। গোলাপি রঙের কাগজ ব্যবহার করায় ফুলটি দেখতে আরো আকর্ষণীয় লাগছে। এবং সবুজ দুইটি পাতা দেওয়ার জন্য বেশি সুন্দর লাগছে। আপনি ফুল তৈরির প্রক্রিয়া খুব সুন্দরভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বিভিন্ন ধরনের ডাই পোস্ট দেখা যায় যা আমার কাছে বেশ ভালো লাগে।। চেষ্টা করেছি এই ফুলটি সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি কৃত ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ ভালোই ফুল তৈরি করতে পারেন। আপনি আপনার ফুল তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিক ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা দেখে বেশ ভালো লাগলো। রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে।

 2 months ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে বেশ ভালোই লাগে। এ ধরনের ফুল করে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর এবং সহজভাবে আপনি একটি ফুল ও দুইটি পাতা তৈরি করেছেন। ছোট বড় তিনটি পাপড়ি দেওয়ার কারণে ফুলটি দেখতে খুবই ভালো লাগছে। যদি ফুলের নিজের অংশটা অন্য কালারের দিতেন তাহলে হয়তো বা আরো বেশি ফুটে উঠতে ফুলটি। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ফুল তৈরি দেখে ধন্যবাদ।

 2 months ago 

এ ধরনের কাজ করতে সময় অল্প লাগলেও কাজ শেষে জিনিসটি দেখতে বেশ ভালো লাগে। চেষ্টা করি সবসময় সুন্দর কোন কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনি কিন্তু দারুণ একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আপনার দারুন এই প্রতিভা দেখে খুশি হলাম। আশা করব এমন রঙিন কাগজের আরো অনেক কিছু আমাদের মাঝে তৈরি করে দেখাবেন।

 2 months ago 

রঙিন পেপার সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রতিভা সবার মাঝে বিদ্যমান কেউ এর সঠিক ব্যবহার করে কেউ করে না। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ওয়াও আপনি পেপার দিয়ে ফুল তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ আপনি অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

রঙিন পেপার দিয়ে ফুল তৈরি আপনার কাছে ভালো লাগলো জেনে অনেক খুশি হলাম। চেষ্টা করে যে ফুলটি ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

এ ধরনের ডাই প্রজেক্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে বন্ধু। তোমার হাতের কাজের দক্ষতা করতেই হয় সত্যি দারুন। রঙিন কাগজ দিয়ে ফুলের ডাই প্রজেক্ট দারুন হয়েছে বন্ধু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার কাছে এই ধরনের ডাই পোস্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। অবশ্যই প্রশংসা করবা কারণ আমি সব দিক থেকে এক্সপার্ট।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69650.24
ETH 3776.55
USDT 1.00
SBD 3.44