প্রকৃতির মাঝে ইফতার।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৭শে,চৈত্র| | ১৪৩০ বঙ্গাব্দ ||বুধবার||বসন্তকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


1712729440917-01.jpeg

ফটো-এডিটর দিয়ে বানানো।




device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


আজ আপনাদের সাথে প্রকৃতির মাঝে ইফতারের অনুভূতি শেয়ার করবো। আশা করি এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু আছে তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


1712721213687-01.jpeg

1712721235932-01.jpeg

1712721123588-01.jpeg


রমজান মাস মুসলিম জাতির জন্য মহামান্বিত মাস। এই মাসে আল্লার নৈকট্য লাভের অনেক সুযোগ রয়েছে। বারোটা মাসের মধ্যে রমজান মাস উত্তম। এই মাসে আমাদের প্রিয় ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নাযিল হয়েছিল। এই মাসে পাপ মোচনের সুবর্ণ সুযোগ থাকে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আমিন।
প্রতি বছরের ন্যায় এবারেও আমরা ইফতার মাহফিলের আয়োজন করতে চাচ্ছিলাম ।প্রতিবছর বড় ভাই ও বন্ধুদের সাথে আমরা ইফতার মাহফিল করে থাকি ।এবারও তেমন পরিকল্পনা নিয়ে কাজ করতে থাকি। আগে থেকে আমাদের প্ল্যান করা ছিল আমরা এবার ইফতার মাহফিলে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস এর সাথে তেহারি খাব। সেজন্য আমরা দুপুর তিন টার দিকে তেহারি নিয়ে আসার উদ্দেশ্যে শহরে চলে যায়। আমাদের ইউনিটি অনেক শক্তিশালী সবাই একই রকম মত প্রকাশ করি। দুপুর তিনটার সময় চার টা বাইক নিয়ে তেহারি আনার উদ্দেশ্যে রওনা হই। যেদিন ইফতার মাহফিলের আয়োজন করি ঐদিন অনেক গরম ছিল রৌদ্রে মনে হচ্ছিল শুকিয়ে যাচ্ছি। কিন্তু করার কিছু নাই মাহফিল তো করতে হবে প্রায় ৩৫ মিনিট বাইক চালানোর পর আমাদের শহরে পৌঁছে যায়। তারপর সেখান থেকে ১২ প্যাকেট তেহারি অর্ডার করি। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলে। প্রচন্ড গরমে আমরা বাহিরে না গিয়ে একটি রুমের মধ্যে বসে থাকি। প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর আমাদের খাবার রেডি হয়ে যায়। তারপর আমরা প্যাকেটগুলো নিয়ে আবার নিজের এলাকায় চলে আসি। তারপরে নিজ বাজার থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস কিনি। তরমুজ পেয়ারা আনারস আপেল কমলা ও আঙ্গুর ফল। সাথে ভাজি পুরি না থাকলে তো ইফতারের কোন মজাই হবে না। জুস তৈরি করার জন্য কিছু স্যালাইন নিই।


1712721046805-01.jpeg

1712721018902-01.jpeg

1712720990432-01.jpeg


আমাদের প্ল্যান ছিল এবার পদ্মা নদীর পাড়ে সবুজ প্রকৃতির মাঝে ইফতার করা। যেমন ভাবা তেমন কাজ বাইকে করে আমরা সবাই পদ্মা নদীর পাড়ে চলে যাই পদ্মা নদীর পাড়ে পরিবেশ এমনিতেই আমাদের অনেক ভালো লাগে চারদিকে সবুজ প্রকৃতি তার মধ্যে বসে ইফতার অনেক প্রশান্তি কাজ করবে। প্রথমে গিয়ে আমরা কিছু ফটোগ্রাফি করি তারপর ইফতারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কাটাকাটি করতে থাকি। কেউ ফল কাটছিল এবং কেউ শরবত বানাচ্ছিল এর মধ্যে আমাদের মাথায় একটা প্লান আসলো বাইকগুলো গোল করে রেখে তার মধ্যে বসে ইফতার করব। কিন্তু কিছু সময় বৃত্তের মধ্যে থাকার পর অনেক গরম লাগা শুরু করে দিয়েছিল। কারণ বাইকের ইঞ্জিন গুলো অনেক গরম ছিল। তারপর আমরা বৃত্তের মধ্য থেকে বের হয়ে সবুজ ঘাসের উপর গিয়ে বসি। নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম।


1712720971141-01.jpeg

1712720921358-01.jpeg

1712720895444-01.jpeg


সন্ধ্যার আগ মূহুর্তের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সূর্যাস্তের সময় জেলেরাও ব্যস্ত মাছ ধরতে। সন্ধ্যার দিকে নাকি নদীতে মাছ বেশি পাওয়া যায়। অবশ্যই এটা আমার শোনা কোথা। সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে মেঘটা লাল বর্ণের আকার ধারণ করে যা দেখতে খুবই সুন্দর লাগে। এরকম পরিবেশে নদীর উপর নৌকা নিয়ে ভাসতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রকৃতিকে ভালবাসলে প্রকৃত আপনাকে সন্তুষ্ট করবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আপনি কখনো নিরাশ হবেন না আশা করি। তারপর ইফতারের টাইম হলে সবাই একসাথে ইফতার করি।
ইফতার করা শেষে সবুজ প্রকৃতির মাঝেই মাগরিবের নামাজ আদায় করি। তারপর আমরা খাবার খেয়ে কিছু সময় বসে গল্প করি। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হই।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

সত্যি বলতে ভাই এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে বসে ইফতার করার মধ্যে রয়েছে অনামিল আনন্দ। এমনিতেই সারাদিন রোজা থাকার পরে ইফতারিতে অন্যরকম সুখ অনুভূত হয়। যাহোক খোলা আকাশের নিচে সুন্দর পরিবেশে বসে চমৎকার একটি ইফতার পার্টি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last month 

বোঝাই যাচ্ছে প্রকৃতির মাঝে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে প্রকৃতির মাঝে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের এই ইফতার করার মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল বোঝাই যাচ্ছে। সকলে মিলে এরকম ভাবে একত্রে ইফতারি করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার কাটানো সুন্দর মুহূর্তটা তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া মুসলমানদের জন্য রমজান মাস খুবই রহমতের একটি মাস। এই মাস অনেক উত্তম একটি মাস। আর এই মাসেই রমজানের রোজা পালন করে প্রকৃতির মাঝে ইফতার করেছেন দেখে খুবই ভালো লাগে আর প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে এভাবে ইফতার করার মজাই আলাদা। ইফতারের আইটেম বেশ ভালোই ছিল ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

প্রকৃতির মাঝে ইফতার মধ্যে চমৎকার একটা অনূভুতি কাজ করে। সবাই মিলে প্লান করে চমৎকার একটি কাজ করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে সবাই মিলে জমিয়ে আনন্দ উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই।

 last month 

নদীর পাড়ের দৃশ্য সবসময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সেই ভালোলাগা জায়গায় গিয়ে আপনারা দেখছি বন্ধুরা মিলে ইফতার আয়োজন করেছেন। সত্যিই ভাই এমন প্রকৃতির মাঝে ইফতার করাটা খুবই উপভোগ্য হয়। আমার বিশ্বাস আপনাদের কাছে ওই সময়টা ভীষণ ভালো লেগেছিল। আর আপনাদের ভালো লাগার মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

এটা ঠিক বলেছেন প্রাকৃতিক সৌন্দর্য কখনোই মানুষকে নিরাশ করে না। এত সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনারা ইফতার করেছেন। সন্ধ্যার আগ মুহূর্তে এরকম পরিবেশে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। বেশ ভালো লাগে এই রকম পরিবেশ। আপনাদের ইফতারের আয়োজন ভালোই ছিল। বিভিন্ন ধরনের ফ্রুটস, তেহেরি এবং ভাজাপোড়া সবকিছুই রেখেছেন। আপনাদের কাটানো সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে‌। তবে এই রমজানে আমরা সকলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। প্রকৃতির মাঝে ইফতার করা মুহূর্ত গুলো বেশ দুর্দান্ত ভাবে উপভোগ করেছেন ভাই। আসলে প্রকৃতির এমন চমৎকার পরিবেশে ইফতার করার অনুভূতি শক্তি বেশ দারুন ‌। এই মুহূর্ত গুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69611.14
ETH 3805.50
USDT 1.00
SBD 3.82