ফলুই মাছ রান্না কোনদিন খাইনি ।আপনি আলু বেগুন দিয়ে অনেক সুন্দরভাবে ফুলুই মাছ রান্না করেছেন । দেখতে অনেক লোভনীয় লাগছে। আলু ও বেগুন আগে থেকে ভেজে নিয়ে । তারপর আপনি রান্না করেছেন। এভাবে রান্না করলে আসলেই রেসিপি খেতে অনেক মজাদার লাগে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।