আমার পৃথিবী এখন আমার কোলে — আমার ছেলের সাথে একটি আনন্দময় মুহূর্ত

প্রিয় স্টিমিট বন্ধুরা,
​সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্তটি শেয়ার করতে এসেছি। আপনারা ছবিতে যে ছোট্ট শিশুটিকে দেখছেন, ও অন্য কেউ নয়—সে আমার কলিজার টুকরা ছেলে।
​একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে যখন সে তার সন্তানকে খুশি দেখে! ছবিতে দেখছেন ও একটা ছোট্ট মুরগির ছানা নিয়ে খেলা করছে। ওর এই নিষ্পাপ আনন্দ আর মুখের হাসি আমাকে প্রতিদিন বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা দেয়। আমি সবসময় চাই ও আমাদের গ্রামের এই সুন্দর প্রকৃতির মাঝে বড় হোক, সব প্রাণীর প্রতি ওর মনে ভালোবাসা থাকুক।
​শহরের যান্ত্রিকতা থেকে দূরে, আমাদের এই সাধারণ গ্রাম্য জীবনের মধ্যেই আমি আসল শান্তি খুঁজে পাই। আমার এই ছোট পৃথিবী অর্থাৎ আমার ছেলেই আমার সব পরিশ্রমের সার্থকতা। ওর এই হাসিটা যেন সারা জীবন অটুট থাকে, সেই দোয়াই করবেন সবাই।
​আপনাদের যদি আমার ছেলের এই ছবিটি এবং আমাদের এই সুন্দর মুহূর্তটি ভালো লেগে থাকে, তবে আপনাদের মূল্যবান ভোট এবং মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক বড় দোয়া।
​সবাইকে অনেক ধন্যবাদ,
মোঃ রহমত উল্লাহ
1768055643972.jpg

Sort:  

অনেক সুন্দর। সোনা মনির জন্য শুভকামনা সবসময় ❤️❤️🥰🥰

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল