তনুজা দিদি এবং টিনটিন এর জন্য পুজোর শপিং খুব ভাল করেছেন যদিও আজ আপনার শপিং হয়নি। পরের শপিংমল গুলো যেতে পারলে হয়ত আপনারও শপিং হয়ে যেত। যাই হোক টিনটিন খুব ভাল কাজ করেছে, এত বড় বাফেট রেস্তোরাঁ মাথার উপরে থাকলে কি আর মন মানে? টিনটিন যে মনে রেখেছে যে এখানে একটি বাফেট রেস্তোরাঁ আছে এটা বিশাল বেপার। আশা করি বাফেটে কাটানোর মুহুর্ত এবং ছবি আমরা দেখতে পারব পরবর্তী কোন পোস্টে। ধন্যবাদ দাদা।