"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১৬ এর ফলাফল প্রকাশ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৬ ই, বৈশাখ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



Contest_result.png

অন্যান্য কনটেস্টের মতো আমাদের এবারের কনটেস্টেএ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক। যেহেতু এটি একটি প্রতিযোগিতা তাই সকলেই ভালো করলে ও সকলকে বিজয় করা সম্ভব নয়। এ প্রতিযোগিতায় মোট ৬ জনকে আমরা বিজয়ী হিসেবে বেছে নিয়েছি। যারা কনটেস্ট অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। যারা বিজয়ী হতে পারেননি তারা মন খারাপ করবেন না কেননা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত বিভিন্ন কনটেস্ট এর আয়োজন করা হয় তাই বলছি এবার বিজয় হতে পারে নি তাতে কি হয়েছে পরেরবার নিশ্চয়ই আপনারা বিজয়ী হতে পারবেন।

কনটেস্টে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল-২৫ জন।

মোট বিজয়ী হয়েছেন -০৮ জন।

মোট পুরস্কার প্রদান করা হয়েছে - ১৭৫ steem

আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা -১৬ " যারা sponsor করেছেন তাদের তালিকা নিচে দেয়া হল।


no.usernameammount
1@rme50 steem
2@hafizullah40 steem
3@moh.arif40 steem
4@rupok15 steem
5@alsarzilsiam15 steem
6@tangera15 steem


আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা -১৬ " বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হল।


no.post linkusernamepositionprize
1link@tauhida1st35 steem
2link@tasonya2nd25 steem
3link@gorllara3rd20 steem
4link@alauddinpabel4th15 steem
5link@sshifa5th15 steem
6link@aflatunn6th5 steem
7link@rahimakhatunSpecial Prize50 steem from @rme dada
8link@tanujaSpecial Prize10 Steem

বিজয়ীদের পুরস্কার বিতরণের স্ক্রীনশট




সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সকল বিজয়ী ভাই-বোনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এইবারের কনটেস্টটি অসাধারণ ছিলো। আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি সামনে আরো এমন ইউনক কনটেস্টের আয়োজন করা হবে।

 3 years ago 

কালকে একটু কনফিউশনে ছিলাম। তারপর ফলাফল সেটা দেখে নিশ্চিত হলাম। প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে খুবই ভালো লাগছে। সকল বিজয়ীদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

 3 years ago 

ব্যক্তিগতভাবে সেমাই আমার খুবই অপছন্দের কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন সব রেসিপি দেখতে পেলাম। সেমাই যে এত ভাবে রান্না করা যায় এ ব্যাপারে আমার কোনো ধারনাই ছিল না। সত্যি বলতে প্রত্যেকটি রেসিপি দেখেই লোভ সামলানো মুস্কিল ছিল। সেমাইয়ের সিঙ্গারা, সমুচা, কাবাব, পুডিং, মালাইকারি কি ছিল না এ প্রতিযোগিতায়। সেমাইয়ের প্রতি যে অনীহা ছিল তা অনেকটাই কেটে গেছে এ প্রতিযোগিতার মাধ্যমে। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আশা করি এ ধরনের নতুন নতুন প্রতিযোগিতা কমিউনিটিকে গতিশীল রাখতে সর্বদা চালু থাকবে।

 3 years ago 

এবার দারুন দারুন ইউনিক কিছু রেসিপি দেখতে পেয়েছি সেমাই এর। সকল বিজয়ীদের জন্য অভিনন্দন

 3 years ago 

খুবই সময়োপযোগী এবং ইউনিক একটি প্রতিযোগিতায ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি নতুন নতুন অনেক সেমাইয়ের রেসিপি সম্পর্কে জানতে পেরেছি। এরকম প্রতিযোগিতা আয়োজন করলে আমরা নতুনভাবে অনেক রেসিপি শিখতে পারব এবং জানতে পারবো।

 3 years ago 

বেদনাদায়ক করুন সুরে বলতে চাই,এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু কোন স্থান অধিকার করতে পারি নাই। এটাই আমার দুঃখ নয়, আমি পুনরায় নতুন কনটেস্টে অংশগ্রহণ করতে চাই। দেখা যাবে ভাই পরবর্তী কনটেস্টে কেমন পারফরম্যান্স করতে পারি।

 3 years ago 

বিজয়ীদের কে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকেও ধন্যবাদ আমাদের এতো সুন্দর সুন্দর রেসিপি উপহার দেওয়ার জন্য।
আর সবগুলো রেসিপিই ছিলো ইউনিক।

 3 years ago 

অভিনন্দন সকল বিজয়ীদের এবং যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকে পরবর্তীতে আরো ভালো দক্ষতা নিয়ে অংশগ্রহণ করার অনুরোধ করছি।

 3 years ago 

সকল বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা। সেমাই রেসিপি প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখতে পেরেছি যেটা আগে কখনো দেখা হয়নি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ইউনিক সেমাই রেসিপি প্রতিযোগিতাটি আসলে অনেক রোমাঞ্চকর ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ইউজাররা অনেক মজার মজার রেসিপি শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। কেউ বাজারে কেনা সেমাই দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করেছেন। আবার কেউ বাড়িতে নিজ হাতে সেমাই তৈরি করে রেসিপি দিয়েছেন। আমি নিজেও বাড়িতে নিজের হাতে সেমাই তৈরি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত রেসিপিটি করতে পারিনি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি তো কি হয়েছে আমি খুব শীঘ্রই আমার রেসিপিটি শেয়ার করব। ধন্যবাদ।