রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ১৪ই,ফাল্গুন | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করা যায় ।




1645935879764.jpg


কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন? আমি ভালো আছি। আজ অনেকদিন পর চলে এলাম একটি DIY পোস্ট নিয়ে। আসলে এতদিন সময় এবং ধৈর্যের অভাবে DIY পোস্ট তৈরি করা হচ্ছিল না। গতকাল কিছুটা সময় বের করে এই DIY টি তৈরি করেছি। যাই হোক আজ আমি যেই DIY টি তৈরি করেছি সেটা হচ্ছে ছাতা।

কাগজের তৈরি এই ছোটখাটো ছাতাটি দেখতে অনেক আকর্ষণীয়। এবং বানানোটাও খুব সহজ। মাত্র কয়েকটা ধাপ অনুসরন করে খুব সহজেই ছাতাটি তৈরি করা যায়।

তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমি এই কাগজ দিয়ে ছাতা কিভাবে তৈরি করেছি সেটি আপনার সাথে শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • পেন্সিল কম্পাস।
  • স্কেল।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে আমি আমার পছন্দের দুটি রঙের কাগজ বেছে নিয়েছে। আমি এখানে লাল এবং গোলাপী রং এর কাগজ ব্যবহার করেছি। এরপর একটি কম্পাস স্কেল এবং পেন্সিল নিয়ে নিয়েছি।

IMG_20220226_192053.jpg

ধাপ- ২ঃ


  • এরপর সবগুলো কাগজকে লম্বা করে কেটে নিয়েছি ঠিক নিচের ছবির মত করে।

IMG_20220226_194002.jpg

ধাপ- ৩ঃ


  • এরপর কাগজগুলো কে চারকোনা করে কেটে নিয়েছি।

IMG_20220226_200012.jpg

ধাপ- ৪ঃ


  • এবার কাগজটিকে চার ভাজ করে নিয়েছি।

ধাপ- ৫ঃ


  • আপনার নিচের ছবিতে দেখতে পাচ্ছেন সবগুলো কাগজকে আমি একইভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG_20220226_201112.jpg

ধাপ- ৬ঃ


  • এরপর ভাঁজ করা অংশের একপাশ থেকে পেন্সিল কম্পাস দিয়ে অর্ধবৃত্ত অংকন করে নিব।

IMG_20220226_201853.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর অর্ধবৃত্তাকার অংশটিকে কেটে নেব।

IMG_20220226_202442.jpg

ধাপ- ৮ঃ


  • এরপর একটি লাল এবং একটি গোলাপি কাগজ নিয়ে পরপর আঠা দিয়ে লাগিয়ে দিব ঠিক নিচের ছবির মত করে।

IMG_20220226_205144.jpg

ধাপ- ৯ঃ


  • সবগুলো কাগজ আঠা দিয়ে লাগানোর পরে এরকম দেখতে হয়েছে।

IMG_20220226_210001.jpg

IMG_20220226_205905.jpg

ধাপ- ১০ঃ


  • এরপর একটি গোলাপি রঙের কাগজ নিব। কাজটিকে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা কাঠের ন্যায় তৈরি করে নিব।

IMG_20220226_200658__01.jpg

IMG_20220226_210852.jpg

ধাপ- ১১ঃ


  • এরপর কাগজে তৈরি করা লাঠিটিকে আঠা দিয়ে জোড়া দিব।

IMG_20220227_085847.jpg

ধাপ- ১২ঃ


  • এরপর কেটে নিচের অংশ বাঁকা করে নিব।

IMG_20220227_090100.jpg

IMG_20220227_090034.jpg

ধাপ- ১৩ঃ


  • ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল কাগজের তৈরি ছাতা।

IMG_20220227_090700.jpg

IMG_20220227_090556.jpg

IMG_20220227_090531.jpg

IMG_20220227_090505.jpg

IMG_20220227_090436.jpg

IMG_20220227_090153.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
ভাই আগে বর্ষাকালে কিছু কিছু জায়গায় মাশরুম দেখতাম। যদিও সেগুলো এক প্রকার বিষাক্ত চত্রাক। যেইটাকে আমরা ব্যাঙের ছাতা বলে চিনি। সেইটার কালার সাদা। আপনার রঙিন কাগজের তৈরি ছাতা দেখে, সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো। সত্যি বলতে আপনার ডাই পোস্টগুলো অনেক ইউনিক হয়। আমার অনেক ভালো লাগে। আমি এই সব কাজে খুবই অদক্ষ।আমি চেষ্টা করলেও তেমন ভালো হয় না। তবে এটাও চেষ্টা করবো করার জন্য। ❣️❣️❣️
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরির আইডিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে এই রঙিন ছাতাটি তৈরি করেছেন। ছাতাটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ইউনিক আইডিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার নিখুঁত হাতের কাজ যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। দারুন ছাতা তৈরি করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সবসময়। আপনার জন্য ও শুভকামনা।

 2 years ago 

গোলাপি আর লাল রঙিন কাগজ দিয়ে কি অসাধারণ একটি ছাতা তৈরি করলেন। আপনার তৈরি করা ছাতাটা দেখে আমার স্কুলের কথা খুব মনে পড়ল। স্কুলে যাওয়ার সময় যখন বৃষ্টি হত তখন আমি একটি ছাতা নিয়ে যেতাম। সেই ছাতাটা ঠিক আপনার তৈরি করা ছাতাটার মত। অনেক সুন্দর ভাবে আপনি পুরো ছাতাটাকে ভাঁজ করে তৈরি করে আমাদের সাথে ভাগ করে দিলেন। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ছাতা তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য 🤗🤗

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার ছাতাটা আপনার পছন্দ হয়েছে জেনে খুব খুশি হলাম। আপনি ও সবসময় দারুন দারুন সব DIY শেয়ার করেন সেগুলো আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

বৃষ্টির দিন চলে আসলো বলে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ছাতা বানিয়েছেন আপনি। দেখতে খুবই সুন্দর লাগছে। ছাতা বানানোর কৌশলটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া কাজটি ছোট হলেও কিন্তু অনেক দক্ষতা এবং সময়ের প্রয়োজন আপনি দারুণ দক্ষতা খাটিয়ে রঙিন কাগজ দিয়ে ছোট ছাতা তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ঠিকই বলেছেন কাজটি সহজ কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় বানাতে।

 2 years ago 
ওয়াও রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি ছাতা তৈরি করেছেন ভাইয়া। দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে রিয়েল কোন একটা ছাতা এবং প্রত্যেকটি স্টেপ আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর ছিল, এবং কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর মানিয়েছে তাইতো দেখতে অনেক জোস লাগতাছে। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,
 2 years ago 

লাল আর গোলাপী রঙের কম্বিনেশন এ অনেক সুন্দর একটি ছাতা তৈরি করেছেন।দেখতে অনেক সুন্দর লাগছে।ধাপ গুলো অনেক সহজ ছিল।খুব সহজেই এটি তৈরি করা যাবে।ধন্যবাদ ভাইয়া ।আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো

 2 years ago 

রঙিন রঙিন কাগজ দিয়ে বানানো ছাতা সত্যিই এত চমৎকার হয়েছে যে কাগজের নাম উল্লেখ না করলে বুঝতেই পারতাম না।কাগজ দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায় এখানে কাজ না করলে আমার অজানাই থেকে যেত। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন এখন খুব সহজেই আমি বানিয়ে বানিয়ে নিতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই সুন্দর হয়েছে ভাইয়া ছাতাটি। দেখতে খুবই কিউট লাগছে😊😊। মনে হচ্ছে ছোট্ট কোন রাজকন্যার জন্য তৈরিকৃত👸👸। আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটি।

 2 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি ছাতা তৈরি করেছেন। সামনে বর্ষাতেই ছাতা বেশ কাজে দেবে আপনার। 🤪 এই ছাতা ব্যবহারের মাধ্যমে আপনার অনেক অর্থ বেঁচে যাবে সামনের বর্ষাতে। একটু মজা করলাম। ভাই আপনি খুব সুন্দর ভাবে ছাতাটি ধাপে ধাপে তৈরি করার পুরো প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ছাতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

ঠিকই বলেছেন যত্ন সহকারে রেখে দিয়েছি সামনের বর্ষাতে কাজে লাগবে বলে। আর ছাতাটা এত বড় যে কোথাও রাখার জায়গা খুঁজে পাচ্ছি না 🤪। যাইহোক আপনার সাথে আমি ও মজা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71342.73
ETH 3809.46
USDT 1.00
SBD 3.49