ঠান্ডা-জ্বরে ভুগছি
গত চৌদ্দ-পনেরো দিন ধরে আমি ঠান্ডা-জ্বরে ভুগছি। শুরুতে মনে হয়েছিল দু’এক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে ঠান্ডা এমনভাবে বেড়ে গেল যে পুরো শরীরই দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে নাক বন্ধ, গলা ব্যথা, মাথা ধরার মতো সমস্যা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। সামনে আমার ফাইনাল পরীক্ষা, আর ঠিক এই সময়ে অসুস্থ হয়ে পড়া মানসিকভাবেও আমাকে বেশ দুর্বল করে দিয়েছে। কারণ পরীক্ষার আগে সুস্থ থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা সবকিছুই খুব জরুরি।
ঢাকায় আমার বাসায় আমি একাই থাকি। অসুস্থ অবস্থায় একা থাকা সত্যিই অনেক কষ্টের। নিজের জন্য খাবার বানানো, ওষুধ খাওয়া, বিশ্রাম নেওয়া সবকিছু একা সামলানো খুব কঠিন হয়ে পড়েছিল। শরীর যখন ভালো থাকে না, তখন নিজের যত্ন নিজেই নিতে পারা আরও কঠিন হয়ে যায়। আর চারপাশে দেখার বা খোঁজ নেওয়ার কেউ না থাকলে মনও আরও খারাপ লাগে।তাই বাধ্য হয়েই তিন-চার দিন আগে সিদ্ধান্ত নিলাম সিরাজগঞ্জে বাড়িতে চলে আসার। এখানে এসে যেন একটু শান্তির নিঃশ্বাস পেলাম। আম্মু ও ছোট বোন আমার জন্য যেভাবে যত্ন নিচ্ছে, তা ভাষায় বোঝানো কঠিন। আম্মু নিজের হাতে খাবার বানিয়ে দিচ্ছেন, সময়মতো ওষুধ খেতে মনে করিয়ে দিচ্ছেন, আর ছোট বোনও পাশে থেকে সবকিছুতে সাহায্য করছে। তাদের ভালোবাসা আর যত্নেই আমি ধীরে ধীরে অনেকটা সেরে উঠেছি। সত্যি বলতে, পরিবারের পাশে থাকার মতো স্বস্তি আর কোথাও নেই।
এখানে আসার পর ঘুমও ঠিকমতো হচ্ছে, শরীরও একটু হালকা লাগছে। ঠান্ডা-জ্বরও আগের মতো নেই। ডাক্তার দেখানো, ঘরোয়া যত্ন, আর পরিবারের সান্নিধ্য সব মিলিয়ে সুস্থতার পথে আছি। আশা করছি আরও কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।আমি জানি পরীক্ষার জন্য সময় খুবই কম, কিন্তু সুস্থ হয়ে উঠলে আমি আবার নতুন করে প্রস্তুতি নেওয়া শুরু করব। যতটা সম্ভব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই, যাতে পরীক্ষায় ভালো করতে পারি। জীবনে অসুস্থতা হঠাৎ করেই এসে যায়, কিন্তু তার সাথে মানিয়ে নিয়ে আবার এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় বিষয়।
শেষে শুধু এটুকুই বলব আপনাদের সবার কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এবং সামনে আসা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারি। আপনাদের দোয়া, পরিবারের সেবা আর নিজের চেষ্টা সব মিলিয়েই আমি আবার আগের মতো শক্ত হয়ে ফিরতে চাই।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।





https://x.com/mohamad786FA/status/1993389915594539469?t=LLxpCQLOGmxeZtjhHwB0Aw&s=19
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5