You are viewing a single comment's thread from:

RE: Indian Museum ভ্রমণ -পর্ব ৪৫

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার Indian Museum ভ্রমণ -পর্ব ৪৫ এ ইন্ডিয়ান মিউজিয়াম এর অনেকগুলো ঐতিহাসিক ছবি দেখতে পেলাম। ছবিগুলো দেখে খুবই ভালো লাগছে।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এটি একটি মাস্টারপিস । প্রকান্ড একটি নকশা করার থালার উপরে একটি সাদা-কালো খোপ কাটা দাবার বোর্ড । আর দু'পাশে সাজানো দাবার ঘুঁটি । যেহেতু সব ঘুঁটি গুলোই হাতির দাঁতের তৈরী, তাই এরা সাদা রঙের । তাহলে প্রতিপক্ষের ঘুঁটি চেনার উপায় ? উপায় হলো ঘুঁটির ডিজাইনে । দুই পক্ষের ঘুঁটির ডিজাইন সম্পূর্ণ আলাদা । তাই সহজেই বোঝা যাবে কে কালো আর কে সাদা ?

বিশেষ করে এই ঐতিহাসিক ছবিটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ইন্ডিয়ান মিউজিয়াম এর ছবিগুলো আমাদের মাঝে এরকম পর্যায় অনুসারে উপস্থাপন করার জন্য।