You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৩

in আমার বাংলা ব্লগ7 months ago

কয়েকবছর আগের ঘটনা, আমার এক আত্নীয়ের বাড়ি হচ্ছে ঢাকা মিরপুরে। তো তার জন্য মেয়ে দেখতে তার সাথেই গিয়েছিলাম। তারপর গায়ে হলুদে গিয়েছিলাম বৃহস্পতিবার এবং শুক্রবার ছিলো বিয়ে। তো শুক্রবার বিয়ের দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছিলাম। কারণ বৌভাত হচ্ছে মাঝখানে ২ দিন বিরতি দিয়ে সোমবারে। তো বাকি অনুষ্ঠান গুলোতে পরিবার সহ গেলেও, বৌভাতে আমি একাই গিয়েছিলাম। তো দুপুর ১ টার দিকে গুলিস্তান থেকে মিরপুরে যাওয়ার জন্য বাসে উঠার পর,এমন জ্যাম লেগেছে যে,যেতে যেতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো অনুষ্ঠান ছিলো কমিউনিটি সেন্টারে। সন্ধ্যার পর গিয়ে দেখি অনুষ্ঠান শেষ। তো আমি আত্নীয়ের বাসায় না গিয়েই, কমিউনিটি সেন্টার থেকে আমার বাসায় ব্যাক করি। এদিকে সেই আত্নীয় আমার বাসায় ফোন দিয়ে বলে যে, গিফট দেওয়ার ভয়ে নাকি বৌভাতের অনুষ্ঠানে যাইনি 😂😂। এদিকে বাসায় এসেও একই কথা শুনতে হলো। যাইহোক যে যা-ই বলুক না কেনো, গিফট দেওয়ার টাকা তো বেঁচে গিয়েছিল🤣🤣।