You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬১

in আমার বাংলা ব্লগ9 months ago

খুব সম্ভবত আমি তখন ক্লাস সিক্সে পড়ি। হাইস্কুল আমার বাসা থেকে মোটামুটি দূরে ছিলো। তো একদিন স্কুল থেকে আমরা কয়েকজন বাড়িতে আসার সময় অনেক বৃষ্টি হচ্ছিলো। আমি ব্যাগ থেকে ছাতা বের করার পর প্রচন্ড বাতাসে আমার ছাতা উল্টে যায়। আমি উল্টে যাওয়া ছাতা ঠিক করতে করতে, আমার হাত থেকে ছাতা ছুটে একটু দূরে চলে গিয়েছিল। আমি তখন খুবই স্লিম ছিলাম। মানে এককথায় বলতে গেলে একেবারেই রোগা পাতলা ছিলাম। তো রাস্তায় এক লোক আমাকে উদ্দেশ্য করে বললো,তুমি যে পরিমাণে চিকন,ভাগ্যিস বাতাসে তুমি উড়ে যাওনি 😂😂। এটা শুনে তো আমার সাথে থাকা সবাই হাসতে শুরু করে দিয়েছিল। তাদের সবার হাসি দেখে আমিও হাসতে শুরু করে দিয়েছিলাম🤣🤣। সেই কাহিনী মনে পরলে আমি এখনো একা একাই হাসি।