You are viewing a single comment's thread from:
RE: এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)।। ৪ইজুন ২০২৪
প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের সেরা ব্লগারদের। যারা বেস্ট ব্লগার নির্বাচিত হয়েছে, তারা আসলেই নিজের সর্বোচ্চ এক্টিভিটি ধরে রাখার চেষ্টা করেছে। নিজের নাম বরাবরের মতো বেস্ট ব্লগারদের লিস্টে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের এক্টিভিটি বজায় রাখার জন্য। সামনেও এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যাইহোক আমাকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করার জন্য এবং এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।