ফুয়াদের স্ত্রী তো দেখছি একেবারে জঘন্য। সে কিভাবে পারলো ফুয়াদের পুরনো কলিগের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে। আসলে মহিলা লোভে পড়ে গিয়েছে। কারণ ফুয়াদের স্ত্রী আগে থেকেই লোভী ছিলো। তাইতো সারাক্ষণ ফুয়াদকে বলতো ঘুষ খাওয়ার কথা। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।