বাচ্চাদের ব্যাপার স্যাপার বুঝা বড় দায়। তাছাড়া চিড়িয়াখানার পশুপাখি গুলো এমনিতেও শয়তান। ওদের সামনে গেলেও ওরা তাকাতে চায় না। বলতে গেলে একদম মুড নিয়ে থাকে হা হা হা। যাইহোক আপনি তো নুয়াইরাকে বেশ ভালোভাবেই কনভিন্স করে,তার মন অন্য দিকে ঘুরিয়ে দিয়েছেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার বেশ ভালোই কাজে লাগবে হা হা হা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।