এছাড়া চীনের হারবালের ক্ষেত্রেও যদি দেখা যায়, তাহলে তাদের এইসব চিকিৎসার ক্ষেত্রে জিনসেং, গোটুকোলা ইত্যাদি এইসব উদ্ভিদ ব্যবহার হয়ে থাকে।
জিনসেং সাউথ কোরিয়াতেও বেশ জনপ্রিয়। বেশিরভাগ কোরিয়ান বিভিন্নভাবে জিনসেং নিয়মিত খেয়ে থাকে। তাছাড়া রেড জিনসেং এর উপকারিতা অনেক। যাইহোক ঔষধি উদ্ভিদের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। ঔষধি উদ্ভিদ নিয়ে দারুণ আলোচনা করেছেন দাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।