আমাদের দেশের বেশিরভাগ ডাক্তাররা ঔষধ কোম্পানি থেকে মোটা অংকের কমিশন খেয়ে,রোগীদের বারোটা বাজিয়ে দেয়। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে,বাধ্য হয়ে সারাবছর হসপিটালে আসা যাওয়া করাই লাগে। লাস্ট ২ বছর আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। অনেক সময় মাসে ৪০/৫০ হাজার টাকা চলে যেতো। আমাদের দেশের ডাক্তারদেরকে কসাই বললেও ভুল হবে না। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো আপু।