You are viewing a single comment's thread from:
RE: লাইফস্টাইল :- হলে গিয়ে মোয়ানা-২ মুভি দেখার মুহুর্ত 😍
থ্রি ডি মুভিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আর স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার মজাই আলাদা। সিনেমা হলে বসে মুভি দেখার সময় পপকর্ন না থাকলে একেবারেই জমে না। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। আপনাদের সামনের দিনগুলো আরও রঙিন হোক সেই কামনা করছি।
একদম সত্যি ভাই! হলে বসে মুভি দেখার সময় হাতে পপকর্ণ না থাকলে একদম ই জমে না! তাই তো একজনের টিকিটের সমপরিমাণ টাকা খরচ করে হলেও পপকর্ণ আর ড্রিংস কেনাই লাগে 😂 ওদিকে টাকার কথা চিন্তা করলে গায়েও লাগে 🫢