You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৩
জীবন কখনো রঙিন স্বপ্ন,
কখনো হারানোর গভীর ক্রন্দ।
হৃদয় খুলে দেয় নীরব প্রশ্ন,
উত্তর মেলে না প্রতিটি দ্বন্দ্ব।
তবু আলো ফোটে ভোরের সুরে,
অন্ধকার পেরিয়েই জন্মে নতুন আলো।