শৈশবের সেই ডিসেম্বর মাস||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। সোনালী দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। তাই আজকে আমি শৈশব স্মৃতি নিয়ে একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।
শৈশবের সেই ডিসেম্বর মাস:

Source
শৈশবের প্রত্যেকটা স্মৃতি যেন এখনো মনের মাঝে উঁকি দিয়ে যায়। শৈশবের সুন্দর দিনগুলো এখনো অনেক বেশি মনে পড়ে। বিশেষ করে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা যখন শেষ হয়ে যেত তখন আনন্দের কোন সীমা থাকত না। বারবার ক্যালেন্ডারে দেখতাম কবে পরীক্ষা শেষ হবে। আসলে পরীক্ষার তারিখ যখন ধার্য হয়ে যেত তখন থেকেই মনের মধ্যে অন্য রকমের আনন্দ কাজ করতো।
দেখতে দেখতে যখন শেষ পরীক্ষায় চলে আসতাম সেদিন অন্য রকমের আনন্দ হতো। মনে হতো যেন পৃথিবীর সব শান্তি তখন আমরা খুঁজে পেয়েছি। সত্যি কথা বলতে পরীক্ষা শেষ হওয়ার যে একটা আনন্দ ছিল সেটা এখনো অনেক মিস করি। যেদিন পরীক্ষা শেষ হয়েছে হয়তো সেদিনই চলে যেতাম দাদু বাড়িতে। পরীক্ষা দিয়ে ফিরে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যেতাম। আসলে এই দিনটার জন্য অপেক্ষায় থাকতাম।
যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ তাই পড়াশুনার চাপ ছিল না। ডিসেম্বর টাই যেন একেবারে অন্যরকম ভাবে কাটতো। টানা কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার সুযোগ হতো। সেই সাথে খেলাধুলা আড্ডা সব কিছু তো আছেই। আর যেহেতু সবারই পরীক্ষা শেষ হয়ে যেত তাই অনেকেই গ্রামের বাড়িতে আসতো। আর আমাদের দলবল একেবারে ভারী হয়ে যেত। সবাই মিলে একসাথে নানান রকমের খেলায় মেতে উঠতাম।
কানামাছি, দারিয়াবান্ধা, লুকোচুরি আরো নানান রকমের খেলায় আমরা মেতে উঠতাম। হয়তো সেই খেলা গুলো এখনকার বাচ্চারা খেলতেই পারে না। কিন্তু আমরা সেই খেলা গুলোর মাঝে অনেক আনন্দ খুঁজে পেতাম। আর সবাই অনেক আনন্দ নিয়ে খেলতাম। তখন পড়াশোনারও চাপ ছিল না। আর পরীক্ষাও যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই তো খেলা আর খেলায় সারাদিন কেটে যেত।
সময়ের সাথে সাথে আমাদের জীবনের আনন্দগুলো হারিয়ে গেছে। এখন আর ডিসেম্বরের সেই আনন্দ গুলো খুঁজে পাইনা। এখন আর সেই অপেক্ষার প্রহর আসে না। এখন আর সেই সুন্দর সময় গুলো উপভোগ করা হয় না। হয়তো এভাবে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে। তবুও সেই সুন্দর সময় আর কখনো ফিরে আসবে না। এখনো মিস করি সেই সুন্দর ডিসেম্বরের স্মৃতিগুলো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

আপু আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলেই আমাদের ডিসেম্বর মাসটা অনেক আনন্দের মাস ছিল। তবে সময়ের পরিবর্তনে এখন সেই আগের ডিসেম্বর মাসটা আমরা খুঁজে পাই না। যাইহোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
https://x.com/i/status/2000530962212655533
https://x.com/i/status/2000531479613591612