পরিস্থিতি মানুষকে নতুন শিক্ষা দেয়||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই নিজের অনুভূতি থেকে লেখার চেষ্টা করি। তেমনি আজকে কিছু কথা লিখব। আশা করছি আমার লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে।


পরিস্থিতি মানুষকে নতুন শিক্ষা দেয়:

IMG_20260112_180354.jpg


আমাদের এই বাস্তব জীবনটা সত্যি বড় অদ্ভুত। জীবনের বাস্তবতা গুলো যখন জীবনটাকে এলোমেলো করে ফেলে তখন জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি কঠিন হয়ে যায়। মনে হয় যেন জীবনে চলার পথটা বড্ড বেশি বেসামাল। আর জীবনের এই কঠিন সময়টা মানুষ চিনতে সাহায্য করে। আমরা আমাদের কাছের মানুষদেরকে চিনতে পারি। আমরা আমাদের কাছের বন্ধু-বান্ধবদের চিনতে পারি।


যখন আমাদের জীবনে খারাপ সময় চলে আসে তখন বন্ধু সেজে থাকা মানুষদের আসল রূপ প্রকাশ পায়। বিশেষ করে আমাদের কাছের মানুষগুলোর প্রকৃত রূপ সামনে চলে আসে। যারা আমাদের বিপদে আমাদেরকে সাহায্য না করে তারা কখনোই আমাদের প্রকৃত বন্ধু ছিল না। কিংবা কখনোই আমাদের আপন মানুষ ছিল না। আপন মানুষগুলোর এই ভিন্ন রূপ দেখলে সত্যি অনেক খারাপ লাগে। মনে হয় যেন মানুষ চিনতে বারবার ভুল হয়ে যায়।


জীবনের কঠিন পরিস্থিতি গুলো আমাদেরকে মানুষ চিনতে অনেক বেশি সাহায্য করে। মনে হয় যেন কঠিন পরিস্থিতির সাথে সাথে আমরা নিজেদের কাছের মানুষগুলোর ব্যক্তিত্ব কিংবা মন-মানসিকতা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। তাদের মনের ভিতর থাকা সব হিংসা-বিদ্বেষ সবকিছুই তখন প্রকাশ পায়। মনে হয় যেন নতুন ভাবে তাদেরকে চিনতে পারছি আমরা।


খারাপ পরিস্থিতি যেমন আমাদের জীবনে এক চ্যালেঞ্জ নিয়ে আসে তেমনি খারাপ পরিস্থিতি আমাদেরকে মানুষ চিনতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। পরিস্থিতি বা সময় মানুষকে বদলে দেয় এই কথাটি একদম ঠিক। কারণ পরিস্থিতি যেমন মানুষকে বদলে দেয় তেমনি মানুষের কথার ধরন কিংবা ব্যক্তিত্বকেউ বদলে দেয়। আর পরিস্থিতি ভেদে মানুষের আসল চেহারা সামনে চলে আসে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।