মেডিসিনের প্রভাব আর হ্রাস পাচ্ছে স্মৃতিশক্তি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন।
মেডিসিনের প্রভাব আর হ্রাস পাচ্ছে স্মৃতিশক্তি:

Source
মাঝে মাঝে মেডিসিন আমাদের জীবনে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন মেডিসিন সেবন করার কারণে নিজের শরীরের উপর এর প্রভাব ভালোভাবেই লক্ষ্য করতে পারছি। কিছুদিন থেকে মনে হচ্ছে স্মৃতিশক্তি অনেকটাই কমে গেছে। আসলে মেডিসিনের প্রভাব আমাদের শরীরের উপর যখন লক্ষ করা যায় তখন সত্যিই অনেক খারাপ লাগে। আমরা হয়তো একটি সমস্যার সমাধান করার জন্য দীর্ঘদিন মেডিসিন সেবন করি। কিন্তু সেই মেডিসিন যখন বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন মেনে নিতে খারাপ লাগে।
যেহেতু দীর্ঘ সময় ধরে মেডিসিন সেবন করে চলেছি তাই তো বর্তমানে এমন অবস্থা এসে দাঁড়িয়েছে স্মৃতিশক্তি অনেকটাই হ্রাস পেয়েছে। মনে হচ্ছে যেন স্মৃতিশক্তি খুবই কমে গেছে। আগের মত তেমন কিছুই আর মনে রাখতে পারছি না। বারবার ভুলে যাচ্ছি সবকিছু। নিজের প্রয়োজনীয় কাজগুলো যেমন ভুলে যাচ্ছি তেমনি পড়াশোনায় কোন মনোযোগ বসাতে পারছি না। আবার দেখা গেল পড়তে গেলেও মনে রাখতে পারছি না।
আমরা আমাদের এই জীবনে ভালো থাকতে চাই কিংবা নিজের ক্যারিয়ার গড়তে চাই। কিন্তু কোন একটা কারণে যখন সবকিছুই একবারে শেষ হয়ে যায় তখন সত্যিই ভালো থাকা যায় না। বর্তমান সময়ে আমরা অনেকেই হয়তো দীর্ঘমেয়াদি মেডিসিন সেবন করি। কিন্তু সেই মেডিসিনের প্রভাব অনেকের উপর পড়ে আবার অনেকের উপর পরে না। কিন্তু আমি আমার নিজের উপর মেডিসিনের প্রভাব ভালোভাবে উপলব্ধি করতে পারছি।
দীর্ঘ সময় ধরে একটানা মেডিসিন সেবন করার কারণে নিজের শরীর যেমন খারাপ হয়ে যাচ্ছে তেমনি মস্তিষ্কের অনেক ক্ষতি হয়েছে। তাই তো এখন আর কিছুই খুব একটা মনে করতে পারি না। ধীরে ধীরে সবকিছুই যেন মন থেকে মুছে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় সবকিছু থেকে যদি একটু বেরিয়ে বাঁচতে পারতাম তাহলে সত্যি অনেক ভালো হতো। এভাবে জীবন চালানো খুবই মুশকিল। নিজের ক্যারিয়ার গড়াও হয়ে উঠল না। কিংবা সুস্থ হয়েও উঠতে পারলাম না। সব কিছু মিলে জীবনটা সত্যি অনেক কঠিন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
