"রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বার বার "
দাদা আপনাকে সর্বপ্রথম জানাতে চাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার দাদা। নতুন বছর আমাদের জীবনে নতুন আলোর সঞ্চার করবে এই কামনাই করি। দাদা আপনি অনেক সুন্দর করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। আমাদের পুরনো বছরের যত গ্লানি মুছে যাক পুরনো বছরের সাথে সাথেই এই কামনা করি। সবকিছু স্বাভাবিক হয়ে আমরা যেন আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এটাই প্রত্যাশা। অন্ধকার রাতের শেষে আমরা আবার ভোরের আলোর দেখা পাব এই প্রত্যাশায় আজও দিন গুনছি। হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নয়। আমরা খুব তাড়াতাড়ি হয়তো সেই নতুন আলোর দেখা পাবো। দাদা আপনার জন্য শুভকামনা রইল।