কবিতা আবৃত্তি-কবিতা-রানার – সুকান্ত ভট্টাচার্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৩ আগস্ট ২০২২, বুধবার
আসসালামু অলাইকু/নমস্কার

আমার আবৃত্তির শুরুতে আমার বাংলা ব্লগের প্রতিটি শুধু শুধু প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনারা সবাই ভাল আছেন। বর্তমানে যে হারে গরম পড়ছে এবং লোডশেডিং হচ্ছে সকলের পানি একটু বেশি করে খাওয়া জরুরী। আপনারা হয়তো জানেন আমি প্রায় সময় কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করি। আবৃতি করতে আমার অনেক ভালো লাগে এবং আমি প্রায় নিজে নিজে কবিতা আবৃতি করি। হ্যা উঠে আমার কবিতা আবৃত্তি করার অনেক ইচ্ছা জাগে। কিন্তু আমি পারিনা আমার ছোট একটি ছেলে আছে ওর কারনে। আমার ছেলেটা ওটিজমে আক্রান্ত। সে অনেক বেশি ডিস্টার্ব করে আপনারা সবাই জানেন অটিজম বাচ্চাদের সম্পর্কে। বাসায় আমাকে লুকিয়ে লুকিয়ে মোবাইল ব্যবহার করতে হয়। ডাক্তারের করা নিষেধ আমার এই ছেলেকে মোবাইল না দেয়ার জন্য। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার ছেলেটিকে মোবাইল থেকে দূরে রাখার জন্য। সে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি লেখালেখির কাজ শুরু করি এবং গোপনে আবৃত্তি করি। আজকে যে কবিতাটি আমি আবৃত্তি করেছি তা সুকান্ত ভট্টাচার্য এর রানার কবিতা । আশা করি আবৃত্তি টি আপনাদের অনেক ভালো লাগবে।


2.png





কবিতাঃ রানার

কবি- সুকান্ত ভট্টাচার্য

রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।

রানার! রানার!
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয়।
তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও পূর্ব কোণ ।
অবাক রাতের তারারা, আকাশে মিট্‌মিট্ করে চায়;
কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায় !
কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
হাতে লন্ঠন করে ঠন্‌ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।
এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’।
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, আনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে।
রানার! রানার!
এ বোঝা টানার দিন কবে শেষ হবে?

রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?
ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।
কত চিঠি লেখে লোকে –
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।
এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে।
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –
রানার ! রানার ! কি হবে এ বোঝা বয়ে?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?
রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল?
রানার! গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার;
শপথের চিঠি নিয়ে চলো আজ
ভীরুতা পিছনে ফেলে –
পৌঁছে দাও এ নতুন খবর,
অগ্রগতির ‘মেলে’,
দেখা দেবে বুঝি প্রভাত এখুনি –
নেই, দেরি নেই আর,
ছুটে চলো, ছুটে চলো আরো বেগে
দুর্দম, হে রানার ॥



সুকান্ত ভট্টাচার্য আমার অন্যতম একজন প্রিয় কবি। তরুণ এই বিদ্রোহী কবির কবিতা আমার অনেক ভালো লাগে। অসম্ভব প্রতিভা নিয়ে জন্মগ্রহণকারী এই কবি মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালে না ফেরার দেশের চলে যান। জানার কবিতাটি সেই হাই স্কুল জীবনে পড়েছে কিন্তু তার স্মৃতি এখনো আমার মাঝে রয়েছে। আমি প্রায় এই কবিতাটি আবৃত্তি করি। কবিতার স্বাদ গন্ধ আমার অনেক ভালো লাগে। আসলে রানারের মত অনেক শ্রমজীবী মানুষ তাদের শ্রম ও সময়ের বিনিময়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন বিনিময়ে তাদের প্রাপ্তি খুবই সামান্য। আজকে যারা বড় বড় অট্টালিকা তৈরি করেন তারা কিন্তু সে অট্টালিকা থাকতে পারেন না তাদের থাকতে হয় সাধারণ ভাঙ্গাচুরা ঘরে। যে জেলে মাছ ধরে তার ঘরে তেল থাকে না মাছ ভাজি খাওয়ার মত।


ব্যানার.PNG



আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি আজ অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার গলার কবিতা আবৃতি শুনতে পেরে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69805.09
ETH 3740.40
USDT 1.00
SBD 3.59