স্বরচিত কবিতা " অভাব "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৪ আগস্ট ২০২২, রবি বার
আসসালামু আলাইকুম/আদাব

আসসালামু আলাইকুম। লেখার শুরুতে সকলে আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের ন্যায় আমি আজকেও একটি কবিতা নিয়ে আপনার সামনে হাজির হলাম। আমার আজকের কবিতার শিরোনাম অভাব। অভাব নিয়ে অনেক কবি সাহিত্যিক অনেক গল্প উপন্যাস নাটক রচনা করেছেন। যুগ যুগ ধরে অভাব নিয়ে আরো সাহিত্য রচিত হবে। আমার উপলব্ধিতে যা এসেছে তাই নিয়ে আমি কবিতাটি লেখার চেষ্টা করেছি।


1.png



অভাব অভাব অভাব
চারদিকে প্রচন্ড অভাব
অভাবের যাতনায় পৃথিবীটা মনে হয় জ্বলন্ত উনুন
কয়লা যেমন ধিক ধিক করে জ্বলে
ভয়ানক অভাবে আমি জ্বলছি সে রূপ
কেউ খায় না কেউ পায় না
এইতো ধরনের রীতি।

অভাবের আর্তচিৎকার যেন
সন্তান হারানো পিতার রোনাজরি
ক্ষুধার তাড়নায় মনে হয়
তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দেই।
চোখগুলো যন্ত্রণায় ঝাপসা হয়ে আসে
মস্তিষ্কে নেমে আসে পৃথিবীর অসহনীয় বোঝা
মনে হয় দূরে কোথাও হারিয়ে যাই
দেয়ালে মাথা ঠুকে ঝরে পড়া টপ টপ রক্তে
আহত মনের যন্ত্রণাগুলো ক্ষরিত করি।

মানুষ মানুষের শত্রু
শাশুড়ি স্ত্রীর শত্রু কেউ কাউকে করেনা আপন
ভাই ভাইয়ের শত্রু
একাকী ভোগ করার হিংসাত্মক চাহিদা
পিতার মেয়েকে ঠকানোর নষ্ট মানসিকতা
শুধু কি অভাবের বিষবাস্পের ফসল।

স্ত্রীর আবদার
সন্তানের স্বপ্ন
বাবার ওষুধ
মায়ের চিকিৎসা
বিধবা বোনের লোনা জল
পাওনাদারের কটু কথা
তামাম জিন্দেগিটা করে দিল অসহ্য নরক।
আমি আর বাঁচতে চাইনা আমি আর বাঁচতে চাইনা
হে মাটি তোমার সাথে আমাকে মিশিয়ে নাও
বুক ফাটা চিৎকারে হৃদয়টা হালকা করে দাও
হৃদয়ের যন্ত্রণাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাও।


man-g95475aa14_1920.jpg

সোর্স



ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১-৫০৪১ . ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা=>৪২ . নষ্ট ভালোবাসা=>৪৩ . এলোমেলো মনের কথা=>৪৪ . তোমার ভাবনায়=>৪৫ . সুখ কোথায়=>৪৬ . জীবনে ভুল মানুষ=>৪৭ . হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়=>৪৮ . ভুল বোঝাবুঝি=>৪৯ . পথে হলো দেখা =>৫০. ক্ষুধার জ্বালা
৫১ .ক্ষুধার জ্বালা
৫২.আত্মসমর্পণ
৫৩. তোমার প্রভাব
৫৪. হারিয়ে যায়নি


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

বর্তমান সমাজের বাস্তব প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে এই কবিতায়। আর আমি বলবে সব কিছুরই অভাব। কেউ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কারো সুখের অভাব। নানান মানুষের নানান ধরনের চাহিদা মেটানোর অভাব।

 2 years ago 

যে আপু বর্তমান অভাবটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি

 2 years ago 

চমৎকারভাবে লিখেছেন ভাই আপনি আপনার স্বরচিত কবিতা " অভাব "। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

আপন ভাই ভাইয়ের শত্রু

আপনি সব সময় অনেক ভালো কবিতা লিখেন। আজকের কবিতাও দারুণ লিখেছেন ভাই। আপনার প্রতিটি কবিতা আমি ফলো করি। এভাবেই চালিয়ে যান ভাই। দোয়া রইলো অনেক অনেক।

 2 years ago 

জি ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন এভাবেই চালিয়ে যেতে পারি

 2 years ago 

অভাবের আর্তচিৎকার যেন
সন্তান হারানো পিতার রোনাজরি

আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। সত্যিই আপনি দারুন কবিতা লিখেন। কখন যে কবিতার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি। সত্যি কথা বলতে অভাব প্রতিটি মানুষের জীবনে আছে। তাই তো সেই অভাবের সংজ্ঞা গুলো আমাদের জীবনে ভিন্ন রকম।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে প্রশংসা করার জন্য।

 2 years ago 

প্রতিটি লাইনে বাস্তবতার প্রতিচ্ছবি ভেসে উঠেছে।কবিতা তো এমনই হওয়া দরকার যেটা মানুষের ভাবনা চিন্তা আর কর্মের সাথে মিলে যায়।দারুন লিখেছেন ভাই।✌️

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

 2 years ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনার কবিতা পড়ার জন্য কারণ আপনার কবিতাগুলো অনেকটা বাস্তবধর্মী এবং অনেকটাই কারো কারো জীবনের সাথে মিলে যায়। সুন্দর এই কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কবিতাগুলো আমি মানুষের সাথে জীবনের সাথে মিল রেখে লেখার চেষ্টা করি

 2 years ago 

আপনার লেখা অভাব কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাইজান । আপনি আমাদের বাংলাদেশী এই সময়ের অবস্থা টি নিয়ে অনেক সুন্দর ভাবে অভাব কবিতাটি তৈরি করেছেন । আশা করি পরবর্তীতে আরো সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করবেন

 2 years ago 

হা ভাই বর্তমান প্রেক্ষাপটটি তুলে ধরার চেষ্টা করেছি।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা দাদা । আপনার জীবনর উপলব্ধি ও ভাবনা প্রত্যেকটা লাইনে ফুটে উঠেছে অসাধারণ ভাবে। সত্যি ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

বর্তমান অর্থনৈতিক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাস্তবিক জীবনের বিষয়টি আপনার কবিতার মাধ্যমে প্রকাশ করলেন। সত্যিই আপনার কবিতার ধারাবাহিকতা আমি মাঝে মাঝে পড়ি খুবই ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ ভাই দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে কবিতাটি লেখার চেষ্টা করেছি

 2 years ago 

আসলে ভাই অভাবে পড়লে অভুক্ত থাকলে আসল পৃথিবী টা চেনা যায়। পকেট ভর্তি টাকা নিয়ে আপনি কখনোই পৃথিবী টা চিনতে পারবেন না। আপনার কবিতা টা ভালো ছিল এবং দারুণ শিক্ষা দিয়ে গেল।। বতর্মান পরিস্থিতি 😩😩।।

 2 years ago 

ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71152.89
ETH 3805.51
USDT 1.00
SBD 3.49