স্বরচিত কবিতা " ক্ষুধার জ্বালা "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৬ আগস্ট ২০২২, শনিবার
আসসালামু অলাইকু/নমস্কার

লেখার শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমার বাংলা ব্লগে যখন আমি কাজ করতে আসি তখন আমার একটাই লক্ষ্য ছিল লেখালেখি ভালো করা ।নিজের সৃজনশীলতা বিকাশ করার চেষ্টা করা। প্রথম দিকেই আমি একটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি ভালো একজন লেখক হওয়া। এক এক করে আমি পঞ্চাশটি কবিতা আমার বাংলা ব্লগে শেয়ার করেছি ।এ কবিতাটি আমার ৫১ তম কবিতা। জানিনা ভালো-মন্দ কেমন হয়েছে। দিনশেষে তার কোন বিচার করি না । কারণ আমি ক্রমান্বয়ে নিজেকে ডেভেলপ করছি।




আজকের আমার এই বুনিয়াদি লেখাগুলোই আগামী দিনের লেখক সত্তা তৈরি করবে। আমি বিশ্বাস করি একদিনে রূম নগরী একদিনে গড়ে ওঠেনি। তাই আমি রাতারাতি একজন লেখক হয়ে উঠবো এ কথা বিশ্বাস করি না ।সবকিছুতে সময় প্রয়োজন। সময় নিয়ে যা গড়ে ওঠে তার ভিত্তিটা অনেক শক্তিশালী হয়। আজ আমি যে কবিতাটি লিখেছি তার বিষয়বস্তু ক্ষুধাকে নিয়ে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা সেই জ্বালায় জ্বলে সকল মানবজাতি। কবিতাটি পড়লে আপনি মূল বিষয়গুলো বুঝতে পারবেন।


2.png



ক্ষুধার তাড়ায় অন্যায় কিছু করা নহে অন্যায়
কে বিচার করবে তার সমাজ রাষ্ট্র সরকার
সবাই সমান অপরাধী
সকলের উপর বর্তাবে সমান দায়ভার।

যে তরুণী ক্ষুধার জ্বালায় নিজেকে করে সমর্পণ
জৈবিক চাহিদা পূরণে যে করে তার কাছে গমন
কাকে বলবেন আপনি অপরাধী
দুজনেরই রয়েছে ভিন্ন ক্ষুধার জ্বালা।

যে মেয়েটি রোজ আপনার বাসায় করতে আসে কাজ
তাকেই আপনার স্বামী ব্যবহার করতে চায়
মেটাতে চায় যৌবনের স্বাদ
সে না পারে প্রকাশ করিতে না পারে সহ্য করিতে
তার বোবা কান্না দেখার কেউ নেই।

যে মেয়েটি রাস্তায় মানুষের কাছে পাতে হাত
দুমুঠো খাবার আশায়
মৃত্যু ক্ষুধার জ্বালায়
যার ঘরেতে থাকে আহত স্বামী
কেউবা আবার স্বামী পরিত্যাক্তা
কেউ আবার হারিয়ে সংসার
কেউ আবার বৃদ্ধ পিতা-মাতার দায়ে
যাদের ফেলে দিয়েছে কামাই করা পুত্র সন্তানেরা
তাকেই বলো মানুষের বাসায় কাজ করতে পারোনা
এই কর্মঠ শরীরের ভিক্ষা করতে আসো লজ্জা করে না।

হায়রে মানুষ তোমরা বড়ই পিকুলিয়ার
তোমাদের বাসায় করিতে গেলে কাজ
তোমাদের কামনার দৃষ্টি
শরীরে স্পর্শ করার নষ্ট মানসিকতা
নির্লজ্জ গোপন আহবান
গৃহপরিচিকারা সদাই থাকে কম্পমান
তাদের চোখে ভদ্রতা কেবল তোমাদেরই মুখোশ
তোমরা হীন লম্পট কাপুরুষ।

যে মানুষটি ক্ষুধার জ্বালায় তিলে তিলে মরে
তার দায়ভার কি শুধুই সরকারের
সে তো আপনারই পাশের জন
সে তো আপনার প্রতিবেশী
আপনি পেট ভরে খাবার খান
কখনো কি তার নিয়েছেন খোঁজ
আপনি কিভাবে এড়াবেন তার দায়ভার?

মরার আগে কেউ নেয় না তার খোঁজ একবার
সে যেন যখন জীবন বলি দেয় ক্ষুধার জ্বালায়
রাষ্ট্র তখন ইনকোয়ারিতে করে হাজার টাকা ব্যয়।



11111.jpeg
Source



ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১ .ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা
৪২ .নষ্ট ভালোবাসা
৪৩ .এলোমেলো মনের কথা
৪৪ .তোমার ভাবনায়
৪৫ .সুখ কোথায়
৪৬ .জীবনে ভুল মানুষ
৪৭ .হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়
৪৮ .ভুল বোঝাবুঝি
৪৯ .পথে হলো দেখা
৫০.ক্ষুধার জ্বালা


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে রচনা করেছেন কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি বরাবরই আমাদের মাঝে বাস্তবধর্মী কবিতা উপস্থাপন করেন। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ক্ষুধার তাড়ায় অন্যায় কিছু করা নহে অন্যায়
কে বিচার করবে তার সমাজ রাষ্ট্র সরকার
সবাই সমান অপরাধী
সকলের উপর বর্তাবে সমান দায়ভার।

খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি আমাদের মাঝে আসলে ক্ষুধার্তারা যারা অন্যায় করে তার কোন বিচার হওয়া উচিত নয়। কেননা সমাজ রাষ্ট্র সবাই তার জন্য দায়ী কেন একজন রাষ্ট্রের মানুষ না খেয়ে থাকবে।

 2 years ago (edited)

অসাধারণ লেখনী।ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেককে অনেক ভালো বা খারাপ কাজে জড়িয়ে পড়তে হয়।কিন্তু তা অন্যায় নয়,সেটাই প্রকাশ করেছেন আপনি।যাইহোক সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতায় সুন্দরভাবে।ভালো লাগলো পড়ে,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি ভাইয়া কবিতার মাধ্যমে বর্তমান যুগের লুকিয়ে থাকা বাস্তব চিত্র ফুটে উঠেছে। আপনার প্রত্যেকটি কবিতা অনেক অর্থবহ। খুব ভাল লাগে পড়তে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি ভাই আমি চেষ্টা করি বাস্তবতার সাথে মিল রেখে কবিতা গুলি লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67128.03
ETH 3788.25
USDT 1.00
SBD 3.74