স্বরচিত কবিতা " তুমি যদি চাও "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৫ আগস্ট ২০২২, সোম বার
আসসালামু আলাইকুম/আদাব

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুদের প্রতি রইলো আমার সালাম ও শুভেচ্ছা| আজ গুরুত্বপূর্ণ একটি দিবস ১৫ ই আগস্ট। বাংলাদেশের শোক দিবস এই দিন | বাংলাদেশের স্বাধীনতার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আসলে আমরা বাঙালিরা বড় খারাপ যে মানুষটি সারাটি জীবন জেল খেটে এদেশের স্বাধীনতা ছিনিয়ে আনলো সেই মানুষটিকে সপরিবারে হত্যা করলাম। পাশাপাশি ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ হানাদার বাহিনীর নাগপাশ থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা লাভ করে।

ভালোবাসার মানুষটির জন্য যেকোনো ধরনের সেক্রিফাইস করা যায় । ভালোবাসার মানুষকে নিয়ে থাকে হাজারো স্বপ্ন কল্পনা। সম্রাট শাহজাহান তার ভালোবাসার মানুষটির জন্য নির্মাণ করেছেন আগ্রার তাজমহল। কেউবা তার প্রিয় মানুষটিকে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ভালোবাসায় ব্যর্থ হয়ে অনেকে কবি শিল্পী সাহিত্যিক ও দার্শনিক হয়েছেন। পৃথিবীর সবকিছু এই ভালোবাসাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ভালোবাসাহীন জীবন কোন জীবন নয়। এরকম বিষয়গুলো নিয়ে আমার আজকের কবিতাটি সাজিয়েছি। আমার কবিতার শিরোনাম তুমি যদি চাও। কবিতাটি আপনাদের মাঝে শেয়ার। করলাম ভালো-মন্দ মন্তব্য করে জানাবেন। আর পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কোথায় দুর্বলতা কোথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে কিভাবে কি করে আর ভালো কবিতা লিখতে পারবো সকলকে অনেক ধন্যবাদ


2o.png



কবিতা- তুমি যদি চাও

রচয়িতা- সাইদুর রহমান


তুমি যদি চাও আমি হব শ্রাবণের আকাশ
বৃষ্টিতে ভরিয়ে দেবো তোমার ফসলের মাঠ
তুমি চাইলে আমি হব সকালের সূর্য
দেব তোমায় কনকনে শীতে উষ্ণ স্পর্শ।

তুমি যদি চাও তোমাকে নিয়ে সারাটা বিকাল
স্নিগ্ধ প্রকৃতির বুকে এলোমেলো চুলে হেটে বেড়াবো
বাতাসে সবুজ ধান ক্ষেতের হেলে দুলে
আমাদের নবান্ন উৎসবের অভ্যর্থনা জানাবে।

পাখিদের কিচিরমিচির শব্দ
রাখালের গরুর পাল
আর সাদা বক কৃষকের ঘরে ফেরা
আমাদের হৃদয়ে মিষ্টি মধুর দোলা দেবে।

তুমি যদি চাও উর্ধ্বশ্বাসে সাত সমুদ্র পেরিয়ে তোমার কাছে ছুটে আসব
দূরত্ব কিছু নয় যদি তুমি চাও মন থেকে
তুমি ভালোবেসে ডাকো পাবে আমায় তোমার পাশে।

তুমি যদি চাও ঘৃণার সবকটা জানালা তালা দিয়ে
তোমার কাছে আসবো চলে
তুমি চাইলে আমি ভালো হয়ে যাব
এই হাতে কখনো মদের গ্লাস হবে না
এই ঠোঁটে কখনো সিগারেট স্পর্শ করবেনা।



IMG_20210115_194924 (1).jpg

সোর্স




ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১-৫০৪১ . ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা=>৪২ . নষ্ট ভালোবাসা=>৪৩ . এলোমেলো মনের কথা=>৪৪ . তোমার ভাবনায়=>৪৫ . সুখ কোথায়=>৪৬ . জীবনে ভুল মানুষ=>৪৭ . হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়=>৪৮ . ভুল বোঝাবুঝি=>৪৯ . পথে হলো দেখা =>৫০. ক্ষুধার জ্বালা
৫১ .ক্ষুধার জ্বালা
৫২.আত্মসমর্পণ
৫৩. তোমার প্রভাব
৫৪. হারিয়ে যায়নি
৫৫. অভাব


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

তুমি যদি চাওঘৃণার সবকটা জানালা তালা দিয়ে
তোমার কাছে আসবো চলে
তুমি চাইলে আমি ভালো হয়ে যাব
এই হাত কখনো মদের ক্লাস হবে না
এই ঠোঁটে কখনো সিগারেট লাগবেনা।।

খুব সুন্দর লিখেছেন ভাইয়া। কবিতার কথাগুলো খুবই অর্থবহ ছিল। আপাকে ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি আপনার ভালো লেগেছে তাতেই আমার পরিতৃপ্তি ধন্যবাদ আপু

 2 years ago 

বাহ অনেকটা রোমান্টিক ধাঁচের একটা কবিতা।দুর্দান্ত লিখেছেন।আর এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাই রোমান্টিক কবিতা লিখতে অনেক ভালো লাগে

 2 years ago 

তুমি যদি জানতেই কবিতাটি খুবই সুন্দর হয়েছে কবিতা পড়তে আমার কাছে। খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে ছোটখাটো কবিতা লিখি কবিতার মাধ্যমে মনের আকুতিগুলো প্রকাশ করা যায়। খুবই সুন্দর ভাবে আপনি কবিতার লাইনগুলো সাজিয়েছেন ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আপনার কবিতা গুলো আমার অনেক ভালো লাগে ।ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

তুমি যদি চাও আমি তোমার সব গুলো কবিতা পড়বো
তুমি যদি চাও আমি তোমার সব গুলো কবিতা চুুর করবো
তুমি যদি চাও আমি তোমার কবিতার অপেক্ষায় থাকবো
তুমি যদি চাও আমিও তোমার সাথে কবিতা লিখবো

ভাইয়ার আপনার কবিতার আদলে লিখলাম। ভুল হলে ক্ষমা চাই। ধন্যবাদ।

 2 years ago 

হা ভাই আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ

 2 years ago 

যতই দিন যাচ্ছে আমি যেন ততই আপনার কবিতার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। দারুণ বলতেই হয় ভাই। আসলেই প্রিয় মানুষটি চাইলে আমরা সবকিছু করতে পারি যা আমাদের দ্বারা সম্ভব। দারুণ ছিল কবিতা টা অসাধারণ।।

 2 years ago 

আমার কবিতা পড়তে আপনার ভালো লাগে জেনে ভাই অনেক খুশি হলাম ধন্যবাদ।

সত্যিই অনেক আবেগময় এবং রোমান্টিক একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পড়ে বেশ ভালো লাগলো আমার ।সত্যিই তুমি যদি চাও অনেক কিছুই করা যায় ।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন সবসময়

 2 years ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো আপনি প্রায় প্রতিনিয়ত আমাদের মাঝে কবিতা শেয়ার করে যান। এরকম সুন্দর কবিতা পরবর্তীতেও আশা করবো আপনার থেকে।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রতিনিয়ত আপনাদের মাঝে কবিতা লিখে যাব ইনশাল্লাহ

 2 years ago 

অনেক রোমান্টিক একটা কবিতা ছিল ভাই কবিতাটি পড়ে খুবই মজা পেয়েছি। আশা করি ভবিষ্যতে এমন কবিতা আমাদের মাঝে আরো উপহার দিবেন কবিতাটির অনেক অংশই আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি মজা পেয়েছেন তাতেই সন্তুষ্ট

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67128.03
ETH 3788.25
USDT 1.00
SBD 3.74