স্বরচিত কবিতা " হারিয়ে যায়নি "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৩ আগস্ট ২০২২, শনি বার
আসসালামু আলাইকুম/আদাব

আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক ওম শান্তি। প্রেমের মরা জলে ডুবে না এই প্রশ্নের জবাব আমরা অনেকে দিয়েছি। অনেকে বলে প্রেম আগুনের কুণ্ড। অনেকের কাছে প্রেম হল জ্বলন্ত সিগারেট। বর্তমানে মোবাইল টেকনোলজিতে প্রেমের ধারণা ও সংজ্ঞা অনেক পাল্টে গেছে। এখন বলে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি। এই বুঝি প্রেম। আমার লেখায় আমি বলেছিলাম ভালোবেসে আমি কাউকে বিয়ে করতে পারবোনা। তাই আমার দ্বারা কাউকে ভালবাসাও সম্ভব নয়। আমি জানিনা এ কথাগুলো আপনারা কে কিভাবে নিবেন। তবে আমি যেটা মনে করি প্রেম যা দেয় তার চেয়ে অনেক বেশি বেশি কেড়ে নেয়। তাই প্রেমের জন্য আমি কোন রিস্ক নিতে রাজি না। কাউকে ভালোবেসে আমি গলায় ফাঁসি দিতে পারবো না। যে আমাকে ভালোবেসে ছেড়ে চলে যায় তার জন্য আমি অহেতুক সময় নষ্ট করতে পারিনা। আমি বিশ্বাস করি যে আমার নয় সে কখনো আমার হবে না। তার জন্য অহেতুক মন খারাপ করে কি লাভ। জীবনটা অনেক সুন্দর। তাই মূল্যবান এ সময় গুলো আমাদের নষ্ট করা উচিত নয়। অনেক কথা বলে ফেললাম। এই বিষয়গুলো নিয়ে মূলত আমার কবিতা। আমার আজকের কবিতার নাম হারিয়ে যায়নি। ভালো-মন্দ মন্তব্য করে জানাবেন। আপনাদের মন্তব্য পেলে অনেক ভালো লাগে।


2.png



কবিতাঃ হারিয়ে যায়নি

রচয়িতা- সাইদুর রহমান


তুমি জীবন থেকে হারিয়ে গেছো বলে ভেবোনা
হারিয়ে গেছি পৃথিবীর পথচলা হতে
তুমি ভেবেছিলে
আমি বিনাশ হয়ে যাব
সিগারেটের ধোঁয়ায় নিজেকে নিঃশেষ করে দেবো
ব্যর্থতার অতল গহবরে হারিয়ে যাবো
বেদনার বালুচরে হবে পথ চলা।

তুমি হারিয়ে গেছো বলে ভেবোনা
ফাঁসি কাষ্টে নিজেকে ঝুলাবো
বিষপানে নিভাবো বুকের জ্বালা
তোমাকে ভুলতে নেশায় মত্ত হয়ে থাকবো
দেবদাসের মত মুখে জাগবে খোঁচা খোঁচা দাড়ি।

তুমি হারিয়ে গেছো বলে ভেবোনা
নির্ঘুম কেটে যাবে সারা রাত
বই-পুস্তক সিকিয়ে তুলে রাখবো
ভুলে যাবো আমার প্রিয় কবিতা লেখা
হারিয়ে যাবে জীবনের ছন্দ
মুছে যাওয়া দিনগুলিতে পড়ে থাকবো।

তুমি হারিয়ে গেছো বলে ভেবোনা
শোকে বিহবল হয়ে রেললাইনে মাথা দেব
চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়বো
গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে মরবো
ছাদ থেকে পড়ে আত্মহতি দিব।

হারিয়ে যায়নি আমি যেমন ছিলাম তেমনি আছি
বরং আগের থেকে ভালো আছি।
এখন তোমার অপেক্ষায় রাত জাগতে হয় না
পড়ন্ত বিকেলে তোমার অপেক্ষায় থাকতে হয়না
অহেতুক প্রশ্নবানে মিথ্যে বলতে হতে হয় না



Screenshot_2022_0813_225316.png



ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১-৫০৪১ . ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা=>৪২ . নষ্ট ভালোবাসা=>৪৩ . এলোমেলো মনের কথা=>৪৪ . তোমার ভাবনায়=>৪৫ . সুখ কোথায়=>৪৬ . জীবনে ভুল মানুষ=>৪৭ . হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়=>৪৮ . ভুল বোঝাবুঝি=>৪৯ . পথে হলো দেখা =>৫০. ক্ষুধার জ্বালা
৫১ .ক্ষুধার জ্বালা
৫২.আত্মসমর্পণ
৫৩. তোমার প্রভাব


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago (edited)

তুমি হারিয়ে গেছো বলে ভেবোনা
নির্ঘুম কেটে যাবে সারা রাত
বই-পুস্তক সিকিয়ে তুলে রাখবো
ভুলে যাবো আমার প্রিয় কবিতা লেখা
হারিয়ে যাবে জীবনের ছন্দ
মুছে যাওয়া দিনগুলিতে পড়ে থাকবো

কবিতার এই অংশটুকু চোখে পড়ার মতো ছিল,
এত বিরহ নিয়ে আপনি কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে প্রশংসা না করে থাকতে পারছি না আসলেই একদম প্রফেশনাল একটি কবিতা ছিল ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই দোয়া করবেন আপনাদের প্রশংসা আমার জন্য অনুপ্রেরণা।

 2 years ago 

হারিয়ে গেছো বলে ভেবোনা
শোকে বিহবল হয়ে রেললাইনে মাথা দেব

জীবন একটাই তাই জীবনকে ভালোবাসতে হবে। কারো জন্য নিজের জীবন নষ্ট করে ক্ষতি ছাড়া লাভ নেই। আপনার কবিতা অসাধারণ ছিলো।

 2 years ago 

হ্যাঁ ভাই জীবন অনেক মূল্যবান তাকে অনেক ভালোবাসতে হবে।

 2 years ago 

ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লেখেন,আপনার কবিতা পড়লে কবির একটা ভাব আসে।কমিউনিটিতে আরো অনেকে কবিতা লেখে কিন্তুু তারা কোন নিয়ম কানুন ফলো করে না। তবে আপনার কবিতার মূল অর্থটাই ঠিকেএক জন চলে গেলেই সব কিছু শেষ হয়ে যায় না। এটা আমাদের বুঝা দরকার। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ ভাই জীবন কারো জন্য থেমে থাকে না।

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাই আপনার স্বরচিত কবিতা " হারিয়ে যায়নি "। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার গঠনমূলক মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71342.73
ETH 3809.46
USDT 1.00
SBD 3.49