ঈদ উপলক্ষে অনলাইনে কেনাকাটা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কেনাকাটা
  • ২৯,এপ্রিল ,২০২৪
  • সোমবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনার আবার ভাবতে পারেন ঈদের মধ্যে মার্কেটে গিয়ে না কিনে অনলাইন থেকে কেন কিনেছি। আমি সচরাচর অনলাইন থেকে তেমন কোন পণ্য অর্ডার করি না। বিশেষ করে যে পণ্যগুলো এলাকাতে খুঁজে পাবো না অথবা কোন দোকানে পাওয়া যায় সে সম্পর্কে কোন আইডিয়া নেই সে পণ্যগুলো অনলাইনে অর্ডার করি। ট্রাস্টেড কোন পারসন থেকে অর্ডার করার চেষ্টা করি। এবার ঈদে তেমন কিছু কেনাকাটা নেই হঠাৎ ভাবলাম প্রতিবার তো একই রকম ঈদ পালন করি এবার একটু ভিন্ন ভাবে অন্য লুকে ঈদ পালন করব।

অন্যভাবে বলতে সচরাচর পাঞ্জাবি আর টুপি পড়ে ঈদ কাটিয়ে দেওয়া হয় এবার সাথে আরও নতুন কিছু যোগ করতে চেয়েছি। এর আগে কখনো পাগড়ী পড়িনি কিভাবে পড়ে সেটাও জানি না । জানবো কিভাবে আমার তো এর আগে কখনো পাগড়ী ছিল না। এই পাগড়ীকে আবার অনেকে রুমাল বলে। বিভিন্নভাবে এটি ব্যবহার করা যায় তবে আমি ব্যবহার পদ্ধতি সম্পর্কে বেশি অবগত নই কারণ এর আগে কখনো ব্যবহার করিনি। এবার ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। সেজন্য কোথায় পাবো সেটা জানি না হঠাৎ করে ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে সামনে চলে আসলো এক ভাইয়ের ফেসবুক আইডি। ভাইয়ের বাসা ঝিনাইদহ ফেসবুকে বেশ পপুলার বটে ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর। ভালো ভালো কিছু ভিডিও জনসাধারণ উপহার দেন। দেখলাম তিনি আনকমন কিছু ইসলামিক পোশাক বিক্রি করছে আর আমি যেটা চাচ্ছিলাম সেটাও দেখলাম সেখানে আছে।

তারপর তার পেজে ঢুকে দেখি অনেক ধরনের স্যাম্পল তার মধ্য থেকে আমি একটা পছন্দ করি। আমার সাদা কালার টা অনেক বেশি ফেভারিট সেজন্য সাদা কালারের রুমাল অথবা পাগড়ী যেটাই বলেন সেটা নিবো বলে ঠিক করি। তাদের ঈদ উপলক্ষে একটি প্যাকেজ চলছে সেখানে থাকবে একটি রুমাল একটি আগাল একটি টুপি ও একটি আতর। সব মিলিয়ে প্রাইস টা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। তাই আর বেশি দেরি না করে ভাইয়ের সাথে ফেসবুকে কন্টাক্ট করে আমি প্রোডাক্টটা অর্ডার করি।


FB_IMG_1712589381810.jpg


ছবিটি facebook পেজ থেকে নেওয়া।

অর্ডার কনফার্ম করার জন্য ১০০ টাকা অগ্রিম বিকাশে পাঠাতে হবে। বাকি টাকা গুলো ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে। তাই আর আমি দেরি না করে দ্রুত ১০০ টাকা তার নাম্বারে পাঠিয়ে কনফার্ম করলাম। আর যেহেতু এখন ঈদের সময় সেও তো একটু আসতে লেট হবে এটাই স্বাভাবিক। তারপরও তিন দিনের মধ্যেই প্রোডাক্টটি চলে আসে। হঠাৎ দুপুরে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলল আমার একটি পার্সেল আছে। আমি তো খুব এক্সাইটেড এর আগে কখনো ব্যবহার করিনি নতুন কিছু ব্যবহার করতে চলেছি। তারপর আমি প্রোডাক্ট রিসিভ করি এবং বাকি টাকাগুলো পরিশোধ করি।


IMG20240406130209.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থেকে গ্রহণ করে আমি দ্রুত বাসায় চলে আসি। অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই বাসায় চলে এসে খুব দ্রুত আনবক্সিং করি। জানিনা ভিতরে কি দিয়েছে সেজন্য এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করছিল। বাসায় চলে এসে প্রথমে প্যাকেটটা ছিড়ে ফেলি যেটা কুরিয়ার সার্ভিস অফিস থেকে দেয়। তারপর ভেতরে দেখি তাদের ব্র্যান্ডের একটি ব্যাগে প্রোডাক্টটা পাঠিয়েছে। তারপর আমি ওই ব্যাগটা খুলে দেখি ভিতরে সুন্দর একটি বক্সে কাঙ্খিত পণ্যটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে।


IMG20240406130701.jpg

IMG20240406130724.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

তাদের পার্সেল প্যাকেটিং টা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার একটি গিফট বক্সের মধ্যে এটি আমার জন্য পাঠিয়ে দিয়েছে যা দেখতে সত্যি বেশ দারুন লাগছিল। এখন লাল ফিতা খুলে ফেলে ভিতরে কি দিয়েছে এটি দেখার পালা। সেজন্য আমি দ্রুত লাল পিতা খুলে ফেলি এবং উপরের বক্সটা খুলতেই দেখা মেলে আমার কাঙ্খিত পণ্য। দেখেই বেশ ভালো লাগছিল নতুন কিছু ট্রাই করতে চলেছি।


IMG20240406130754.jpg

IMG20240406130921.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

বক্সটা খুলতেই প্রথমে দেখা মেলে আগাল যেটা রুমালের উপরে পড়তে হয় যাতে রুমালটা এলোমেলো না হয়ে যায় সাথে ছিল একটি সাদা টুপি এবং আতর। তার নিচে রয়েছে আমার সেই কাঙ্ক্ষিত রুমাল অথবা পাগড়ী যেটাই বলেন। সবকিছু সুন্দরভাবে গুছানো ছিল এবং রুমালের কাপড়টা অনেক সফট এবং ভালো কাপড়। তবে এখনো আমি পড়িনি পড়ার পরে আরো ভালোভাবে জানাতে পারবো এটা কেমন আরামদায়ক। অনলাইনে কেনাকাটা করার সময় অনেক বেশি রিক্স থাকে আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকি যে ভালো কিছু দিবে নাকি খারাপ। তবে আমরা যদি বিশ্বাসযোগ্য কোন মানুষের কাছ থেকে নিতে পারি তাহলে ভালো কিছুই পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি বেশ ভালো একটি প্রোডাক্ট পেয়েছি। এই ছিল অনলাইন থেকে কেনাকাটার গল্প। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ‌ । আপনি দেখছি ঈদ উপলক্ষে অনলাইন থেকেই কেনাকাটা করলেন। আপনি দেখছি খুবই সুন্দর একটি টুপি কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি ভাই অনলাইন থেকে কেনাকাটা করলাম এগুলা সচরাচর দোকানে খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

বাহ বেশ ভালো লাগলো যে এবার ঈদে পাকরি নিতে অনলাইনে কিনেছেন ৷ আশা করি ঈদে এসব পড়ে নামাজে যাবেন৷ এবং আনন্দ ইনজয় করবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 months ago 

এই প্রথম পর্ব অনেক বেশি এক্সাইটেড কাজ করছে। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

একদম ঠিক বলছেন ভাইয়া। সব সময় এক ভাবে নিজেকে সাজাতে তেমন ভালো লাগে না। তবে নতুন ভাবে যদি নিজেকে সাজানো যায় তাহলে মনটাও ভালো হয়ে যায়। যাক অনলাইন থেকে এবার একটি প্যাকেজ অর্ডার করে নিলেন।কালা গুলোও বেশ সুন্দর ছিলও।যে জিনিস গুলো মার্কেটে পাওয়া যায় না সেই গুলো শুধু অনলাইনে পাওয়া যায়। যাইহোক তবে কিন্তু ঈদের কাপড় দেখে ফেলছি পুরাতন হয়ে গিয়েছে হিহিহি🤭🤭।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 months ago 

পুরাতন হয়েছে তো সমস্যা নেই পুরাতন জিনিস পড়েই পার করব। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

ঈদ উপলক্ষে দেখছি বেশ দারুণ শপিং করেছ বন্ধু অনলাইনের মাধ্যমে। আসলে অনলাইনে শপিং করার সময় যতক্ষণ পর্যন্ত নিজের পণ্য হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মনের ভেতর খচখচ করে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 months ago 

একদম ঠিক বলেছ অনলাইনে জিনিস অর্ডার করলে মনে খসখস করে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে প্রোডাক্ট অর্ডার করাই উত্তম। টাকা কমবেশি সেটা বিষয় না কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায়। কালকের দিন পরেই ঈদ দেখা যাবে পাগড়ীটা কেমন মানিয়েছে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সেটা টাকা কম বেশি বিষয়ে নয় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হতে হবে। ধন্যবাদ তোমাকে মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67666.95
ETH 3775.61
USDT 1.00
SBD 3.55