ঈদের শপিং

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ঈদ শপিং
  • ১০,এপ্রিল ,২০২৪
  • বুধবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। দেখতে দেখতে রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে আর এক দিন আছে তাই গতকালকেই আমাদের ঈদ উদযাপন হবে। ঈদের সময় আমরা সবাই নতুন জামা কাপড় পড়ে থাকি তাই আমরা মোটামুটি সবাই শপিং নিয়ে ব্যস্ত থাকি আমিও অবশেষে শপিং করলাম। ত্রিশটা সিয়াম সাধনার পর যখন ঈদ উদযাপন করা হয় তখন অনেক বেশি মজার এবং অনেক খুশি লাগে।

কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ বয়ে যাক সবার জীবনে। সবাই খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেই কামনাই করি। কথা না বাড়িয়ে আমার শপিংয়ের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করা যায়। আমরা সাধারণত রমজান মাসে অনেক আগে থেকেই সন্ধ্যার পরে শপিং করতে বের হয় কারণ সেই সময়টা অনেক ভালো লাগে। রোজা থেকে বিকেল অথবা দুপুরে শপিং করতে অনেক ক্লান্তি বোধ হয় তাই ইফতার শেষে আমরা রাত আটটার দিকে কিছু বড় ভাই এবং বন্ধুদের সাথে বের হয়ে শপিং এর উদ্দেশ্য। আমাদের এলাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আমাদের জেলা শহর ওইখানে যাব গিয়ে শপিং করার পরিকল্পনা করি।


IMG20240407220911.jpg

IMG20240407221352.jpg

IMG20240407221006.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

প্রচুর মানুষের ভিড় রয়েছে ভির তো হবেই সবাই ঈদের শপিং নিয়ে বিজি তাইমরা দ্রুত চলে যায় ইজির শোরুমে সেখানে গিয়ে দেখি সবাই বিজি কেনাকাটা নিয়ে। তাই আমরা আমাদের প্রোডাক্ট গুলো দ্রুত পছন্দ করি এবং সেগুলো টাকা পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে আসে অন্য জায়গাতে গিয়ে কিছু কেনাকাটা করার জন্য। কারণ একটি দোকানে বড়লোক বানিয়ে কি লাভ বলুন তো😁।


IMG20240407230557.jpg

IMG20240408011408.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

রাস্তার মাঝ দিয়ে লাইট গুলো বেশ আকর্ষণীয় লাগছিল এবং পাশেই দেখি একটি ফুল যা রাতে বেশ সুন্দর লাগছে। আমাদের কেনাকাটা করতে অনেক সময় লেগে যায় কারণ আমরা অনেক মানুষ গিয়েছিলাম তো সবার কেনাকাটা শেষ করতে বেশ সময় পার হয়ে যায়। তারপর সবার কিনা কাটা প্রায় শেষ করতে রাত বারোটা বেজে যায় রাত বারোটার সময় পড়া এরিয়াটা অনেকটাই ফাঁকা হয়ে যায় তখন বাইক ড্রাইভ করতে বেশ মজা লাগছিল তাই এই মাথা থেকে ও মাথা একবার দুইবার ঘুরাঘুরি করি।


IMG20220430011350_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ঘুরাঘুরি করতে করতে রাস্তার একটি ধারে আমার পছন্দের একটি খাবারের দোকান দেখতে পাই খাবারের নাম টিকিয়া। আমি শহরে গেলে এই খাবারটি মিস করি না আমার কাছে অনেক ভালো লাগে।


IMG20240408024614.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

কেনাকাটা শেষ করতে করতে আমাদের রাত বেজে যায় একটা। আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা কিছু খেতে হবে সেজন্য চলে গেলাম কুষ্টিয়া মজমপুরে। ওখানে খাওয়া-দাওয়া শেষ করে আমরা রওনা করলাম বাড়ির। আমরা এমন সময়ে ওখান থেকে রওনা করেছি যাতে বাড়ি এসে সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যেতে। আমাদের আরেকটি বিরতি যাবে কুমারখালীতে। কুমারখালী তো অন্য রে সারারাত চায়ের দোকান খোলা পাওয়া যায় ‌।রাত জেগে শেষ রাতে যদি এক কাপ রং চা খাওয়া যায় তাহলে মুহূর্তটা আরো প্রাণবন্তর হয়ে ওঠে। আমরা সবাই তরুণ মোড়ে দাঁড়িয়ে শেষ রাতে রং চা খেয়ে মনটাকে চাঙ্গা করে নিলাম । আমরা যখন কুমারখালী থেকে রওনা করবো তখন সময় আড়াইটা বেশি বেজে গিয়েছে। আমরা ধীরে ধীরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। এমন টাইমে বের হয়েছে যাতে তিনটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাই ‌‌। সারারাত ধরে কেনাকাটা করতে বেশ ভালই লাগছে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ ।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

একটা ব্র্যান্ড কে বড়লোক না বানিয়ে তাহলে বিভিন্ন ব্র্যান্ডকে বড়লোক বানিয়েছেন নাকি !!!!😆
বেশ কয়েক জায়গা থেকে শপিং করেছেন নিশ্চয়ই। ঈদের আগে শপিং মল গুলোর লাইটিং দেখতে আমার কাছে ভালোই লাগে। খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে প্রত্যেকটা শপিংমল। আপনাদের মুহূর্তগুলো দেখে ভালো লাগলো।

 2 months ago 

ঈদ মানে শপিং ঈদ মানে আনন্দ ভাগ করে নেওয়া। ঈদের দিন শপিং না করলে কিভাবে কাটবে বলেন তো। ছোট বড় সকলের একটু ইচ্ছে থাকে নতুন জামা কাপড় পড়ে ঘুরাঘুরি করার। বিশেষ করে যখন বন্ধুরা বেশি থাকে তাহলে সেই জামা কাপড় নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা যায়। অনেক ভালো লাগলো আপনার কেনাকাটার মুহূর্তটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67666.95
ETH 3775.61
USDT 1.00
SBD 3.55