গাছ প্রেমিদের জন্য কিছু ফুলের আলোকচিত্র 🥰🥰 || ১০% বেনিফিসারি@shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমার তোলা কিছু সুন্দর ফুলের আলোকচিত্র 😌😌
আশা করি সবার ভালো লাগবে😇😇

PhotoGrid_Plus_1639826057269.jpg

ছোট থেকেই গাছ আমার খুব ভালো লাগে, বিশেষ করে ফুলের গাছ। আমি এই কয়েকদিন এ বেশ অনেক গুলো গাছ লাগিয়েছি, এবং সেগুলো তে ফুল ও ফুটেছে। তাই আমি আমার গাছ গুলোর কিছু সুন্দর ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।

ফটোগ্রাফি ১

  • এই ফুলটির নাম চাইনিজ ভায়োলেট😍
    দেখতে খুবই স্নিগ্ধ শান্তির😌😌,আমার এটি খুব ভালো লাগে।

ফটোগ্রাফি ২

IMG_20211214_131122.jpg

  • এই ফুল গুলো কে আমরা অনেকে চিনি, এটি ছোট হলেও, এর সৌন্দ্যর্য আমাদের সকলের মন কাড়ে🥰
    এই ফুল গুলোর পিছনে আপনাকে খুব একটা বেশি এফ্রট ও দিতে হবেনা😇
  • নাম - পুর্তলিকা🥰🥰

ফটোগ্রাফি ৩

IMG_20211214_131135.jpg

  • এটিও পুর্তলিকা ফুলের আরেকটি রঙ, এই রঙের ফুল গুলো ও দেখতে বেশ সুন্দর ।

ফটোগ্রাফি ৪

1639465819048.jpg

  • এই ফুলটিও পুর্তলিকার আরেকটি রঙ, লাল রঙের মধ্যে হলুদ রঙের একটু মিছ্রন।

একটি বাগানে যদি সবগুলো ফুল বিভিন্ন রঙের একসাথে থাকে তাহলে কিন্তু দেখতে চমৎকার সুন্দর দেখাবে

ফটোগ্রাফি ৫

1639465789459.jpg

  • এই ফুল টি দেখতে খুব সুন্দর, সবুজের মধ্যে যেন
    নীলের আভা ফুটে উঠেছে 😍😍

  • নামঃ এই ফুলটিকে আমরা অনেকই "অপরাজিতা" নামে চিনি।
    কিন্তু এর আরেকটি নাম আছে😍
    “নীলকন্ঠ”☺️☺️☺️
    এটি খুব সহজেই বেড়ে উঠে, আপনাকে তেমন পরিচর্চা ও করতে হবেনা, একসাথে বেড়ে উঠে তাই দেখতে বেশ সুন্দর দেখাবে 👌👌👌

< এই ফুলের নির্যাস দিয়ে "চা" বানানো হয়, যেটি খেতে দারুণ মজাদার। >

ফটোগ্রাফি ৬

1639813688597.jpg

  • এই ফুলটি গোলাপ, যেটি আমাদের সবার ই চেনা, এবং খুব পছন্দের ও।এটি ছিল আমার গাছে ফোটা প্রথম ফুল।গোলাপ ফুল এর মধ্যে বিভিন্ন ধরন রয়েছে, যেমন- সাদা,লাল ও গোলাপি। আমার লাল রঙের গোলাপ ফুলটি ভালো লাগে। গোলাপ ফুল কে ফুলের রানী বলা হয়, গোলাপ ফুল কেউ ভালোবাসেনা এমন মানুষ খুব বিরল।

ফটোগ্রাফি ৭

1639465808555.jpg

  • সূর্যের আলোতে যেন এরা একএে হেসে উঠেছে😊

আল্লাহ হাফেজ।
আজকে এই পর্যন্তই, আশা করি আমার ফুল গাছের ছবি গুলো আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ।
@nahid221

কোটেশন - " ফুলকে ভালোবাসতে শেখো, তুমি তাহলে মানুষ কে ভালোবাসতে পারবে "🌼

Location :
https://maps.app.goo.gl/WyxJnM2E2hpTm2u36

Sort:  
 4 years ago 

ওয়াও!!!অসাধারণ কিছু ফুলের আলোক চিত্র আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে শিশির ভেজা গোলাপ ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

আপনার ফুলের আলোকচিত্রগুলো সত্যিই অসাধারণ ছিল। আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে খুবই ভাল লেগেছে। এবং সাথে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার এতো সুন্দর মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

আপনি খুব সুন্দর ফুলের ছবি তুলছেন অভিনন্দন আপনি ছবি তুলতে খুব ভাল, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার সাফল্য সবসময় কামনা করি

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 4 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে চোখ জুড়িয়ে গেল আমার
আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনি খবই সুন্দর ছবি তুলতে পারেন। আমাদের মাঝে এত সুন্দর শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাই।

 4 years ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের দৃশ্য শেয়ার করেছেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে ফুলগুলো শেয়ার করেছেন তাঁর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে পুর্তলিকা ফুলটি।

 4 years ago 

ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মন্তব্য করার জন।

 4 years ago 

ফুল কে না ভালোবাসে মন ভালো রাখা বা অন্য কে ভালোরাখার দারুন একটি প্রতিক এই ফুল। আপনি প্রতিটা চিত্র দারুন তুলেছেন।বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

খুব সুন্দর কিছু ফটগ্রাফি করেছেন আপনি। সবগুলো ম্যাক্রো শটস ই দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য।



অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া, বিশেষ করে গোলাপ ফুল এবং অপরিচিত ফুল আমার কাছে অসাধারণ লেগেছে
 4 years ago 

ধন্যবাদ ভাই।