মানসিক চেনা সত্যি খুব দায়। আর এটা অনেক বড় এবং চিরন্তন একটা সত্য কথা। মানুষকে আমরা খুব কম চিনতে পারি। আছে সেই মানুষগুলো আমাদের কাছের হয়ে আমাদের সাথে ছলনা করে থাকে। কিন্তু তাদের মুখোশ একদিন না একদিন সবার সামনে চলে আসে। বাস্তবিক একটা বিষয় নিয়ে পোস্টটা লিখেছেন আপনি।