You are viewing a single comment's thread from:

RE: ক্রিমিনাল জাস্টিস: অধুরা সাচ ( সিজন ১: পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ10 months ago

আমার কাছে অনেক ভালো লাগলো এই ওয়েব সিরিজের পঞ্চম পর্বটার রিভিউ পড়তে। অপেক্ষায় ছিলাম এই পর্বটার রিভিউ পড়ার জন্য। এখন তো দেখছি কেসের মোড় অন্যদিকে চলে যাচ্ছে। আর মুকুল মার্ডার করেছে এটা প্রমাণ করার চেষ্টা চলছে। তার হাতের চাপের কারণেই বেশি শিউর। কিন্তু ড্রাগস ড্রিংসের সাথে মিশিয়ে ছিল ওই বন্ধুরা। পরবর্তীতে কি হবে এখন এটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। ধন্যবাদ দাদা, সবগুলো পর্বের মতো এই পর্বটাও সুন্দর করে শেয়ার করার জন্য।