প্যারাডাইস পাস্তা ! সুস্বাদু ও মুখরোচক রেসিপি

1st.jpg

প্রিয় বন্ধুরা
পাস্তা আমাদের বাঙ্গালীদের জন্য খুব একটা প্রচলিত না হলেও বেশ সুস্বাদু মজাদার খাবার। আবার এমনও নয় যে বেশ সময় নেয় রান্নাটা করতে তবে পেট ভরিয়ে তোলে।
এইরকমই হাজার হাজার পাস্তার রেসিপি এর মধ্যে প্যারাডাইস পাস্তা অন্যতম ।
বেশ চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলি।

উপকরণ:--

১. পাস্তা
২. গাজর
৩. ক্যাপসিকাম
৪. টমেটো
৫. রসুন
৬. লাফা
৭. ধনেপাতা
৮. কাঁচা লঙ্কা
৯. পেঁয়াজ
১০. সাদা তেল
১১. লবণ
১২. একটা ডিম
১৩. পাস্তা মশলা

8.jpg

3.jpg

2.jpg

1.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

প্রস্তুত প্রণালীঃ

কড়াইয়ে অল্প জল নিয়ে পাস্তা গুলো সেদ্ধ করে নেব। প্রায় ১৫ মিনিট মত কড়াইটা ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে।

9.jpg

10.jpg

পাস্তা সেদ্ধ হয়ে গেলে এবার মশলাটা বানিয়ে নেব।
প্রথমেই কড়াইয়ে কিছুটা তেল ঢেলে নিলাম। এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব।

11.jpg

এরপর রসুন কুচি ও কেটে রাখা কাঁচা লঙ্কা গুলোদিয়ে দেব। একটু লালচে ভাব বেরিয়ে আসলে লাফা কুচিগুলো ছেড়ে দেব।অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো কাটাগুলো আর ক্যাপসিকাম দিয়ে দেব।
এক্ষেত্রে খুব সুন্দর একটা রংবেরঙের ভাব বেরিয়ে আসছে।

12.jpg

একটু ভেজে নিয়ে গাজর কাঁটাগুলো দিয়ে দিচ্ছি।
২/৩ মিনিট মত ভালো করে নেড়ে নিতে হবে।
এখন পরিমাণমত লবণ দেব।
অল্প একটু জল দিয়ে কষে নিতে হবে।
পাঁচ মিনিটের মত আরেকবার ঢেকে রাখতে হবে।
এখন ঠিকঠাকভাবে সেদ্ধ টা হয়ে আসলে ডিমটা ভেঙে দেব।

13.jpg

অবশেষে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দেই।
আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে।
এখন পাস্তা মশলাটা দিয়ে দিব।যে কোন কোম্পানির একটা মশলা দিলেই হবে। পাস্তাটা হয়ে এসেছে।
সবশেষে ধনেপাতা দিয়ে মাখিয়ে নিতে হবে আর একবার।

14.jpg

ব্যাস প্যারাডাইস পাস্তা হয়ে এসেছে। চলুন তবে গরম গরম পরিবেশন করা যাক।
আপনারাও ইচ্ছে করলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন।

15.jpg

ধন্যবাদ,
নাসু

Sort:  
 3 years ago (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের প্রাথমিক নিয়মটি বলার জন্যে। আসলে আমি সম্পূর্ণ নতুন এই ওয়েবসাইটে, এখনও অব্দি অনেক বার সেটিং এ গিয়ে প্রোফাইল ছবি যুক্ত করার জায়গাটায় পেলাম না। একটু সহযোগিতা পেলে অনেক বেশি উপকৃত হতাম। তবে এই ব্লগে পোস্ট দেবার জন্যে যে নির্দেশনাটি দেওয়া আছে সেটা প্রায় বুঝতে পারলেও যদি আগে অন্য কারো করা পোস্টের একটা লিংক দেওয়া যেত মানে ডেমো তাহলে কাজটা করতে হয়ত একটু সহজ হত। ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61760.04
ETH 3379.87
USDT 1.00
SBD 2.52